‘দল আমাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছে’, বিস্ফোরক দিলীপ ঘোষ, অস্বস্তি গেরুয়া শিবিরে

আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর আসন থেকে প্রার্থী করা নিয়ে দলের বিরুদ্ধে ফের একবার ক্ষোভ উগরে দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বিস্ফোরক মন্তব্য করে বলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে প্রার্থী করা নিয়ে দল তাঁর সঙ্গে কোনো কথা বলেনি।

দিলীপ ঘোষ জানান, তিনি কখনওই ভোটে দাঁড়াতে চাননি বা টিকিট চাননি। বরং দলের শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে অমিত শাহ তাঁকে বলেছিলেন, ‘সিনিয়র নেতাদেরও ভোটে দাঁড়ানো উচিত।’ তিনি স্মরণ করিয়ে দেন, রাজ্য সভাপতি হওয়ার মাত্র ছয় মাসের মধ্যে তাঁকে বিধানসভা নির্বাচনে লড়তে বলা হয়েছিল। সেই সময় পছন্দের কেন্দ্র হিসেবে খড়্গপুরের নাম বলেছিলেন তিনি। এর পরের বার লোকসভা ভোটে পছন্দের কেন্দ্র জানতে চাওয়ায় মেদিনীপুরের কথা বলেছিলেন। কিন্তু তৃতীয়বার, অর্থাৎ ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে তাঁকে কেউ কিছু জিজ্ঞেসই করেননি।

দিলীপের কথায়, ‘‘তৃতীয় বার আমাকে কেউ কিছু জিজ্ঞেস করেনি। ফল কী হয়েছে সবাই জানে। আমার মনে হয় দল আমাকে নিয়ে একটু পরীক্ষা নিরীক্ষা করেছিল।’’ তাঁর এই মন্তব্য দলের অন্দরে নতুন করে শোরগোল ফেলেছে। রাজ্য বিজেপির একাংশের মতে, এই মন্তব্যের মাধ্যমে দিলীপ ঘোষ পরোক্ষভাবে দলের কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্বের দিকেই আঙুল তুলেছেন।

এরই মধ্যে দিলীপ ঘোষ আরও একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করা হলে তিনি খড়্গপুর কেন্দ্র থেকেই লড়তে আগ্রহী। তবে তিনি এ বিষয়ে এখনও দলকে কিছু জানাননি বলে দাবি করেছেন।

কিন্তু দিলীপের এই ইচ্ছেপূরণ কতটা সম্ভব, তা নিয়ে রাজনৈতিক মহলে সংশয় রয়েছে। কারণ, বর্তমানে খড়্গপুরের বিধায়ক হলেন বিজেপির হিরণ চট্টোপাধ্যায়, যিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত। ফলে বঙ্গ বিজেপির অভ্যন্তরীণ রাজনীতির টানাপোড়েনই দিলীপের এই ইচ্ছের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দিলীপের এই মন্তব্যকে কেন্দ্র করে দলের অন্দরে নতুন করে কোন্দল তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।