কোন ভারতীয় শিল্পীর কাজ দেখতে ইন্সটাগ্রাম খুললেন ‘হৃতিক’? ‘সাইয়ারা’র প্রশংসায় আমির!

বলিউড এবং বিনোদন জগৎ এখন একাধিক ইতিবাচক খবরে উত্তাল। একদিকে যেমন একটি অটিস্টিক মেয়ের জীবনের সংগ্রাম আর সাফল্যের গল্প ছুঁয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রীর মন, তেমনই আরেকদিকে নতুন মুখের ‘সাইয়ারা’ বক্স অফিসে ঝড় তুলছে আমির খানের প্রশংসায়। আর ‘গ্রীক গড’ হৃতিক রোশন তো প্রিয় কমেডিয়ানের জন্য ইনস্টাগ্রামেই ফিরে এলেন!

‘তন্বী দ্য গ্রেট’: অটিজমের রূপকথা এবার মধ্যপ্রদেশে করমুক্ত
অনুপম খের অভিনীত ও পরিচালিত ‘তন্বী দ্য গ্রেট’ ছবিটি ইতিমধ্যেই তার সংবেদনশীল গল্প বলার ধরনে দর্শকদের মন জয় করেছে। এবার সেই ছবির সাফল্য পৌঁছে গেল রাজনৈতিক মহলেও। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব সম্প্রতি ভোপালে এই ছবির একটি বিশেষ প্রদর্শনীতে অনুপম খেরের সঙ্গে বসে ছবিটি দেখেন। ছবি দেখে এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েন মুখ্যমন্ত্রী যে তিনি তাৎক্ষণিকভাবে গোটা রাজ্যে এটিকে ট্যাক্স ফ্রি ঘোষণা করে দেন।

সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, “আজ ভোপালে শ্রী অনুপম খেরজির সঙ্গে ‘তন্বী দ্য গ্রেট’ দেখার সৌভাগ্য হল। এই ছবিটিকে মধ্যপ্রদেশে করমুক্ত ঘোষণা করছি।” তিনি আরও যোগ করেন, “এই স্পর্শকাতর ছবি সমাজকে শেখায় কীভাবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি আমাদের আরও সহানুভূতিশীল, মানবিক এবং সংবেদনশীল হওয়া উচিত। তন্বীর লড়াই আর স্বপ্ন আমাদের সবাইকে নতুন দৃষ্টিভঙ্গি দেবে।” অনুপম খের ও তাঁর গোটা টিমকে “এই অসাধারণ চলচ্চিত্র উপহার দেওয়ার জন্য” তিনি ধন্যবাদও জানান।

এই ঘোষণা নিঃসন্দেহে ছবিটি আরও বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছাতে সাহায্য করবে এবং অটিজম সম্পর্কে সমাজে সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

‘সাইয়ারা’র দাপট: বক্স অফিসে ১০০ কোটি, প্রশংসায় পঞ্চমুখ আমির খান
মোহিত সুরির ইমোশনাল পরিচালনা এবং দুই নতুন মুখ আহান পাণ্ডে ও অনীত পাড্ডার অনবদ্য অভিনয় – সব মিলিয়ে বলিউডে এখন ‘সাইয়ারা’ ঝড় বইছে। বক্স অফিসে রেকর্ড গড়ে ইতিমধ্যেই ছবিটি ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে। এবার এই দুরন্ত সাফল্যের প্রশংসা করলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ স্বয়ং আমির খান।

মঙ্গলবার আমির খান প্রোডাকশনস-এর অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি স্টোরি শেয়ার করে ‘সাইয়ারা’র গোটা টিমকে অভিনন্দন জানানো হয়। সেখানে ছবির দুই নতুন তারকা ও নির্মাতাদের প্রতি ভূয়সী প্রশংসা করা হয়। আমিরের প্রোডাকশন হাউজের পক্ষ থেকে আরও লেখা হয়, “মোহিত সুরি তাঁর নিজস্ব গল্প বলার ছন্দে —তীব্র আবেগ আর প্যাশন নিয়ে ছবিতে প্রাণ ফুঁকেছেন। আর এই সুরেলা, হৃদয়ছোঁয়া গল্পকে সাহসের সঙ্গে তুলে ধরার জন্য যশ রাজ ফিল্মসের পুরো কৃতিত্ব প্রাপ্য।” তারা আরও যোগ করেন, “আহান পাণ্ডে ও অনীত পাড্ডা তাঁদের প্রথম ছবিতেই অসামান্য মাধুর্য ও গভীরতা নিয়ে মন জয় করেছে।”

আমির খানের মতো তারকার কাছ থেকে এই প্রশংসা ‘সাইয়ারা’র সাফল্যকে নতুন মাত্রা এনে দিয়েছে।

হৃতিকের ‘বীর’ প্রেম: ইনস্টাগ্রাম অ্যাপ ফিরল পছন্দের কমেডিয়ানের জন্য!
বলিউডের ‘গ্রীক গড’ হৃতিক রোশন সোশ্যাল মিডিয়া থেকে অনেকটাই দূরে ছিলেন, এমনকি ইনস্টাগ্রাম অ্যাপ পর্যন্ত ফোন থেকে মুছে দিয়েছিলেন। কিন্তু সম্প্রতি একজন বিশেষ শিল্পীর জন্য তিনি ইনস্টাগ্রাম ফের ইন্সটল করেছেন – আর সেই শিল্পী হলেন আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ড জয়ী কমেডিয়ান বীর দাস।

নেটফ্লিক্সে সম্প্রতি মুক্তি পেয়েছে বীর দাসের ষষ্ঠ স্ট্যান্ড-আপ স্পেশ্যাল ‘ফুল ভলিউম’। শো মুক্তি পেতেই নানা মহল থেকে প্রশংসা উথলে পড়েছে, তবে হৃতিকের মতো সুপারস্টারের উচ্ছ্বসিত প্রতিক্রিয়া একেবারে অন্য মাত্রা এনে দিয়েছে। হৃতিক নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, “এইটা না বললে নয়! স্রেফ এটা দেখব বলে আবার ইনস্টাগ্রামে ফিরলাম। ‘ফুল ভলিউম’ হল এখনও পর্যন্ত সবথেকে দুর্দান্ত স্ট্যান্ড-আপ শো যা আমি দেখেছি!”

হৃতিকের এই মন্তব্য বীর দাসের জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেবে এবং স্ট্যান্ড-আপ কমেডির প্রতি দর্শকদের আগ্রহকে নতুন করে জাগিয়ে তুলবে। বলিউড তারকারা যেভাবে ভিন্ন ধারার প্রতিভাদের প্রশংসা করছেন, তা বিনোদন শিল্পের সার্বিক বিকাশে এক ইতিবাচক দিক বলে মনে করা হচ্ছে।