মমতাকে নিয়ে লেখা দীপক ঘোষের বিতর্কিত বই ‘Banned’, বড় নির্দেশ দিলো আদালত

প্রাক্তন তৃণমূল বিধায়ক ও অবসরপ্রাপ্ত আইএএস অফিসার দীপক ঘোষের লেখা একটি বিতর্কিত বইকে ঘিরে তীব্র রাজনৈতিক ও আইনগত বিতর্কের আবহে, বারাসত আদালত বইটির প্রকাশ, বিক্রয়, বিতরণ এবং প্রচারের উপর অন্তর্বর্তী নিষেধাজ্ঞা জারি করেছে।
মঙ্গলবার বারাসত সিভিল কোর্টের (জুনিয়র ডিভিশন) বিচারক পৌলমী পণ্ডিত এই আদেশ দেন বিধাননগর পুরসভার কাউন্সিলর প্রসেনজিৎ নাগের করা মানহানির আবেদনের ভিত্তিতে। অভিযোগ, বইটিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ও অন্যান্য নেতানেত্রীদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য রয়েছে।
সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পক্ষ থেকেও বারাসত আদালতে লিখিত আপত্তি জানানো হয়। তাঁর পুত্র বৈদ্যনাথ ঘোষ দস্তিদার জানান, “প্রাক্তন আইএএস অফিসার দীপক ঘোষ তাঁর বইতে আমার বাবা-মা এবং মুখ্যমন্ত্রীকে নিয়ে অনেক বিতর্কিত মন্তব্য করেছেন। আমরা আইনি পথেই এর প্রতিবাদ জানিয়েছি।”
আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত, বইটি কোনওভাবেই প্রকাশ বা প্রচার করা যাবে না। এমনকি বইটির যেসব অংশ ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেগুলির প্রচারেও নিষেধাজ্ঞা জারি রয়েছে।
প্রসঙ্গত, দীপক ঘোষ এক সময় তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ ছিলেন এবং রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তাঁর লেখা বইটি মূলত মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সিদ্ধান্ত ও রাজনৈতিক অভিজ্ঞতা ঘিরে লেখা হলেও, বইয়ের কিছু অংশ ঘিরে ইতিমধ্যেই বিতর্ক দানা বাঁধে।
এই পরিস্থিতিতে আদালতের রায় প্রকাশনা সংস্থার জন্য বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। আপাতত বইটির ভবিষ্যৎ নির্ভর করছে ১৭ সেপ্টেম্বরের পরবর্তী শুনানির উপর।