বনগাঁয় মর্মান্তিক ঘটনা, নাওভাঙা নদীতে ডুবে দিদি-ভাইয়ের করুণ মৃত্যু, শোকের ছায়া এলাকায়

উত্তর ২৪ পরগনার বনগাঁ পেট্রাপোল থানা এলাকার নরহরিপুর পারুইপাড়ায় আজ এক মর্মান্তিক ঘটনায় একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। বাড়ির পাশেই নাওভাঙা নদীর জলে ডুবে প্রাণ হারিয়েছে পাঁচ বছরের দিদি অঙ্কিতা মণ্ডল এবং চার বছরের ভাই সিদ্ধার্থ মণ্ডল। এই হৃদয়বিদারক ঘটনায় গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দুই শিশু সুজয় মণ্ডলের সন্তান। সকালে পরিবারের সকলের সঙ্গে খাওয়া-দাওয়া করার পর তারা বাড়ির আশেপাশে খেলাধুলা করছিল। এরপর কিছুক্ষণ পরই তাদের খোঁজ না পেয়ে চিন্তিত হয়ে পড়েন বাবা সুজয় মণ্ডল। অনেক খোঁজাখুঁজির পরেও তাদের সন্ধান না মেলায় পরিবারের সদস্যরা এবং প্রতিবেশীরা মিলে এলাকার পার্শ্ববর্তী নাওভাঙা নদীর ঘাটে খুঁজতে যান। সেখানেই নদী থেকে উদ্ধার করা হয় অঙ্কিতা ও সিদ্ধার্থের নিথর দেহ।

দ্রুত তাদের বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পরিবারের সদস্যরা সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে পড়েছেন। পরিবারের লোকজনের ধারণা, খেলতে খেলতেই অসাবধানতাবশত তারা কোনোভাবে নদীর জলে পড়ে যায়। কিন্তু এভাবে যে তাদের জীবনদীপ নিভে যাবে, তা কেউ কল্পনাও করতে পারেননি।

এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা গভীর শোক প্রকাশ করেছেন। একই বাড়িতে দুটি ছোট প্রাণের এমন অকাল মৃত্যুতে স্তম্ভিত গোটা গ্রাম। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, যদিও প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনা বলেই মনে করা হচ্ছে। দুই শিশুর এই মর্মান্তিক মৃত্যুতে নরহরিপুর পারুইপাড়ায় এক বিষণ্ণ পরিবেশ বিরাজ করছে।