২১শে জুলাইয়ের পর নতুন প্রকল্প ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ ঘোষণা মমতার, লক্ষ্য গ্রামীণ ভোটার

একুশে জুলাইয়ের মেগা সমাবেশ থেকে কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া সমালোচনা করলেও, কোনো নতুন জনমুখী প্রকল্পের ঘোষণা করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সমাবেশ শেষ হওয়ার মাত্র একদিন পরেই নবান্ন থেকে এক নতুন সরকারি প্রকল্পের কথা ঘোষণা করলেন তিনি। এই নতুন প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই প্রকল্পটি ‘দুয়ারে সরকার’-এর মতোই জনমুখী হলেও, দুটি প্রকল্পই পাশাপাশি চলবে। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের মূল উদ্দেশ্য হল এলাকার ছোটখাট সমস্যাগুলির দ্রুত সমাধান করা। মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাখ্যা করেছেন যে, পাড়ায় জলের কল বসানো বা বিদ্যুতের খুঁটি স্থাপনের মতো কাজগুলি এই প্রকল্পের মাধ্যমে সহজে সম্পন্ন করা হবে।
নবান্ন সূত্রে খবর, আগামী ২রা আগস্ট থেকেই এই নতুন প্রকল্প কার্যকর হবে। এর জন্য প্রতিটি বুথকে চিহ্নিত করে একটি তালিকা জেলা প্রশাসনকে পাঠাতে বলা হয়েছে। এই প্রকল্পে তিনটি বুথ মিলিয়ে একটি ইউনিট গঠন করা হবে এবং প্রতিটি ইউনিটে একদিন করে সরকারি দফতরের কর্তারা উপস্থিত থাকবেন। প্রতিটি বুথের জন্য ১০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে, যা মোট ৮ হাজার কোটি টাকারও বেশি খরচ হবে বলে অনুমান করা হচ্ছে।
এই শিবিরগুলিতে একাধিক সরকারি দফতরের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এর মধ্যে মূলত পঞ্চায়েত, সেচ, বিদ্যুৎ, পূর্ত, জনস্বাস্থ্য কারিগরি, স্বাস্থ্য ও শিক্ষা দফতরের প্রতিনিধিরা থাকবেন। স্থায়ীভাবে বসার জায়গা তৈরি করা হবে, যেখানে স্থানীয় মানুষজন সরাসরি তাঁদের সমস্যার কথা জানাতে পারবেন।
মমতা বন্দ্যোপাধ্যায় নতুন এই প্রকল্প সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, “দুয়ারে সরকার যেমন পাড়ায় পাড়ায় গিয়ে মানুষের সমস্যার সমাধান করেছে, নতুন এই প্রকল্প ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ সাধারণ মানুষের ছোট ছোট সমস্যার সমাধান করবে।”
রাজনৈতিক মহলের মতে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই রাজ্য সরকার এই নতুন প্রকল্পের সূচনা করছে। মুখ্যমন্ত্রীর মূল লক্ষ্য গ্রামীণ এলাকার ভোটারদের কাছে পৌঁছানো এবং তাদের দৈনন্দিন সমস্যার দ্রুত সমাধান করে জনসংযোগ বাড়ানো। এই প্রকল্প তৃণমূল কংগ্রেসের জনভিত্তি মজবুত করতে কতটা সাহায্য করে, সেটাই এখন দেখার বিষয়।