ATM-থেকে টাকা তুলে দেওয়ার নামে বৃদ্ধকে প্রতারণা, হারালেন লক্ষাধিক টাকা

ATM থেকে টাকা তুলতে গিয়ে প্রতারণার শিকার হয়ে লক্ষাধিক টাকা খুইয়েছেন চম্পাহাটির শিবপ্রসাদ চক্রবর্তী নামে এক বৃদ্ধ। গত ১০ জুলাই ঘটনাটি ঘটলেও, সম্প্রতি তা প্রকাশ্যে এসেছে। বারুইপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনা আবারও ATM প্রতারণা চক্রের সক্রিয়তা এবং প্রবীণ নাগরিকদের সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তা তুলে ধরল।
পুলিশ সূত্রে খবর, গত বৃহস্পতিবার, ১০ জুলাই, শিবপ্রসাদ বাবু তাঁর ATM থেকে টাকা তুলতে গিয়েছিলেন। টাকা তোলার সময় তিনি কিছু জটিলতার সম্মুখীন হন। সেই সময় বাইরে থেকে বিষয়টির উপর নজর রাখা এক অচেনা ব্যক্তি হঠাৎ করে এগিয়ে এসে তাঁকে সাহায্য করার প্রস্তাব দেন। সরল বিশ্বাসে শিবপ্রসাদ বাবু ওই ব্যক্তির প্রস্তাবে রাজি হয়ে যান এবং তাঁর ATM কার্ডটি ওই অচেনা ব্যক্তির হাতে তুলে দেন। আর তাতেই ঘটে চরম বিপত্তি।
অভিযোগ উঠেছে, ওই অচেনা ব্যক্তি আসল ATM কার্ডের বদলে একটি নকল কার্ড শিবপ্রসাদ বাবুকে ফিরিয়ে দেন। কিন্তু সেই মুহূর্তে তিনি বিষয়টি একেবারেই বুঝতে পারেননি। বাড়ি ফিরে কয়েকদিন পর শিবপ্রসাদ বাবু লক্ষ্য করেন যে, তাঁর সেভিংস অ্যাকাউন্ট থেকে ধীরে ধীরে সমস্ত টাকা উধাও হয়ে যাচ্ছে। দেখতে দেখতে কয়েক দিনের মধ্যেই তাঁর অ্যাকাউন্ট থেকে প্রায় এক লক্ষ টাকা খোয়া যায়। ঘটনাটি বুঝতে পেরে তিনি আর দেরি না করে দ্রুত স্থানীয় বারুইপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে বারুইপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। তারা ওই ATM-এর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে প্রতারককে শনাক্ত করার জন্য। তবে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
প্রতারণার শিকার হয়ে সর্বস্বান্ত শিবপ্রসাদ চক্রবর্তী পুলিশের কাছে কাতর আর্তি জানিয়েছেন, “যদি আমার টাকা না-ও ফেরে, আর কেউ যেন এমন প্রতারণার শিকার না হন।” তিনি আরও বলেন, “বয়স হয়েছে, প্রযুক্তির সব কিছু বুঝতে পারি না। সে দিন খুব বৃষ্টি হচ্ছিল, মাথাও ঠিক কাজ করছিল না। তাই লোকটাকে বিশ্বাস করে ফেলি। বুঝতেই পারিনি ও আমার জীবনের সব সঞ্চয় নিয়ে পালাবে।” এই ঘটনা ATM ব্যবহারকারীদের জন্য, বিশেষ করে বয়স্কদের জন্য, আরও সতর্ক হওয়ার বার্তা দিচ্ছে।