জাতীয় পতাকা দিবসে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা, ত্রিবর্ণ পতাকার বিবর্তন তুলে ধরলেন সুকান্ত মজুমদার

ভারতের জাতীয় পতাকা দিবস উপলক্ষে মঙ্গলবার (২২শে জুলাই) কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এই বিশেষ দিনে তিনি তাঁর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে একটি ১ মিনিট ৫ সেকেন্ডের অনুপম ভিডিও শেয়ার করেছেন, যেখানে ভারতের ত্রিবর্ণ পতাকার উদ্ভব ও বিবর্তনের ইতিহাস তুলে ধরা হয়েছে।

শিক্ষামন্ত্রী তাঁর বার্তায় লিখেছেন, “২২শে জুলাই ১৯৪৭ সালের এই ঐতিহাসিক দিনে, ভারতীয় সংবিধান পরিষদ গর্বের সাথে ত্রিবর্ণরঞ্জিত পতাকাকে ভারতের জাতীয় পতাকা হিসেবে গ্রহণ করে। তিরঙ্গা কেবল একটি পতাকা নয়, তার চেয়েও বেশি কিছু। এটি আমাদের স্বাধীনতা, ঐক্য এবং কোটি কোটি হৃদয়ের স্বপ্নের একটি পবিত্র প্রতীক। আসুন আমরা আমাদের জাতির চেতনাকে অভিবাদন জানাই এবং এটি যে মূল্যবোধের প্রতিনিধিত্ব করে তা সমুন্নত রাখি।”

সুকান্ত মজুমদারের শেয়ার করা ভিডিওতে ‘সারে জহাঁ সে আচ্ছা’ গানের মূর্ছনার সাথে ভারতের পতাকার ঐতিহাসিক বিবর্তন চিত্রিত হয়েছে। ১৯০৬ সালের প্রথম পতাকা থেকে শুরু করে ১৯০৭, ১৯১৭, ১৯২১, ১৯৩১ সালের বিভিন্ন রূপ এবং অবশেষে ১৯৪৭ সালে গৃহীত বর্তমান জাতীয় পতাকার উত্তোলনের মুহূর্তটি এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। এই ভিডিওটি জাতীয় পতাকার ঐতিহাসিক গুরুত্ব এবং এর সঙ্গে জড়িত আত্মত্যাগ ও গৌরবের স্মৃতিকে পুনরুজ্জীবিত করেছে।

শিক্ষামন্ত্রীর এই উদ্যোগ জাতীয় পতাকা দিবসের গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে এবং নতুন প্রজন্মের কাছে দেশের গৌরবময় ইতিহাস তুলে ধরতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। এই দিনটি ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং জাতীয় পরিচয়ের এক গুরুত্বপূর্ণ স্মারক।