দুর্গাপুরের পর এবার নদিয়া? পুজোর আগেই ফের বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী মোদী, তুঙ্গে জল্পনা

দুর্গাপুরের সভা শেষ হতে না হতেই ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফর ঘিরে জল্পনা শুরু হয়েছে। বিজেপি সূত্রে খবর, পুজোর আগেই আরও একবার পশ্চিমবঙ্গ সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী। এবার তাঁর সম্ভাব্য গন্তব্য নদিয়া, যেখানে একটি রোডশো এবং সমাবেশ করার পরিকল্পনা রয়েছে বলে জানা যাচ্ছে।
সোমবার বিজেপি সূত্রে খবর মিলেছে যে, প্রধানমন্ত্রীর এই সম্ভাব্য রাজ্য সফরকে ঘিরে দলের অন্দরে জোর প্রস্তুতি শুরু হয়েছে। যদিও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এখনও পর্যন্ত এই সফরের বিষয়ে কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ আসেনি, তবে সেপ্টেম্বরের শুরুতেই নরেন্দ্র মোদী নদিয়াতে আসতে পারেন বলে বিজেপি সূত্রের দাবি।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না রাজ্য বিজেপি। গত ১৮ই জুলাই দুর্গাপুরে প্রধানমন্ত্রী একটি জনসভা করেন, যা অনেকে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারের সূচনা হিসেবেই দেখছেন। এবার রাজ্যে ক্ষমতা দখলের জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি। দলের একটি অংশের বিশ্বাস, এইবার যদি তারা সফল না হয়, তাহলে ভবিষ্যতে রাজ্যের ক্ষমতা দখল করা কঠিন হবে।
রাজ্য নেতৃত্বের পাশাপাশি কেন্দ্রীয় নেতারাও বিধানসভা নির্বাচন নিয়ে সমানভাবে তৎপর। নির্বাচনের যখন দোরগোড়ায় চলে আসবে, তখনই কলকাতায় একটি বিশাল ব্রিগেড সমাবেশের আয়োজন করা হবে, যেখানে প্রধানমন্ত্রী স্বয়ং উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। দুর্গাপুরের পর নদিয়াতে মোদীর সম্ভাব্য আগমন রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে।