‘সাইয়ারা’র প্রেমে মজেছেন শ্রদ্ধা কাপুর! বক্স অফিসে ইতিহাস গড়ল নবীন জুটি

বলিউডে বর্তমানে চলছে ‘সাইয়ারা’র জয়জয়কার! মোহিত সুরি পরিচালিত এবং যশরাজ ফিল্মস প্রযোজিত এই নতুন রোমান্টিক মিউজিক্যাল ড্রামা গত ১৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকেই দর্শক মহলে তুমুল উত্তেজনা সৃষ্টি করেছে। শুধু তাই নয়, মুক্তির আগেই ছবিটি ১২.৫ কোটি টাকার ব্যবসা করে দিয়েছিল, যা গত দুই দশকের রেকর্ড ভেঙে এক নতুন ইতিহাস তৈরি করেছে! বলিউডের ইতিহাসে এমন নজির নেই যে, কোনো আনকোরা নতুন জুটি নিয়ে তৈরি ছবি মুক্তির আগে এত বড় সাফল্য পেয়েছে।

এই ছবির নতুন দুই অভিনেতা-অভিনেত্রী আহান পাণ্ডে ও অনীত পাড্ডা-র অনস্ক্রিন রসায়ন ভক্তদের মধ্যে রীতিমতো আলোড়ন তুলেছে। দর্শক তাঁদের জুটি পছন্দ করছেন এবং ছবিটি নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করছেন। করণ জোহর থেকে শুরু করে আলিয়া ভাট পর্যন্ত বহু বলি তারকা ছবিটি দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। শ্রদ্ধা তাঁর সমাজমাধ্যমে লেখেন, “সাইয়ারার প্রতি আশিকি হয়ে গিয়েছে।” অর্থাৎ ‘সাইয়ারা’ দেখে অভিনেত্রী রীতিমতো প্রেমে পড়ে গিয়েছেন! যদিও অনেকেই এই ছবিকে মোহিত সুরির ‘আশিকি ২’-এর সঙ্গে তুলনা করছেন, তবে ছবির ক্লাইম্যাক্স নাকি বলছে অন্য কথা।

মন খারাপ ভাইজানের: নিরাপত্তার বেড়াজালে বন্দি সলমন, মিস করছেন বান্দ্রার রাস্তায় সাইকেল চালানো!
অন্যদিকে, বলিউডের ‘ভাইজান’ সলমন খান রয়েছেন মন খারাপ নিয়ে। বিষ্ণোই দলের প্রাণনাশের হুমকির পর থেকে তাঁর নিরাপত্তা অনেক বাড়ানো হয়েছে। ‘ওয়াই ক্যাটেগরি’র নিরাপত্তায় সর্বক্ষণ তাঁকে থাকতে হয়। সর্বক্ষণ বুলেটপ্রুফ গাড়িতে ঘোরেন তিনি এবং ব্যক্তিগত নিরাপত্তাকর্মী ছাড়াও মহারাষ্ট্র রাজ্য পুলিশের কনস্টেবলরা সর্বক্ষণ তাঁর পাশে থাকেন। সলমনের নিরাপত্তার চিন্তায় তাঁর পরিবার-পরিজনেরও কপালে ভাঁজ। সম্প্রতি তাঁর খোলা বারান্দায় লাগানো হয়েছে বুলেটপ্রুফ কাঁচ।

এত সুরক্ষার মাঝে থাকতে থাকতে তিনি যে ক্লান্ত, তা নিজেই স্বীকার করেছেন সলমন। এবার এক সাক্ষাৎকারে ‘ভাইজান’ জানান, তিনি বান্দ্রার রাস্তায় সাইকেল চালানোটা খুব মিস করেন। এক সময় সলমনকে ফুরফুরে মেজাজে বান্দ্রার রাস্তায় সাইকেল চালাতে দেখা যেত। কিন্তু কড়া নিরাপত্তার জন্য এখন আর সেভাবে ফাঁকা রাস্তায় তাঁকে দেখা যায় না। প্রিয় বাইসাইকেল রাইড মিস করায় মন খারাপ ‘ভাইজান’-এর।