২১ শে জুলাইয়ের মঞ্চে দিলীপ? ‘এটাই শেষ…’ নিশানা বঙ্গ BJP-র প্রাক্তন রাজ্য সভাপতির

আজ ২১শে জুলাই। তৃণমূলের শহিদ দিবসকে কেন্দ্র করে যখন ধর্মতলা জনসমুদ্রে পরিণত, তখন রাজ্য রাজনীতিতে নতুন করে শিরোনামে উঠে এলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দলবদলের জল্পনার মধ্যেই আজ পশ্চিম মেদিনীপুরে সাংবাদিকদের সামনে নিজস্ব ভঙ্গিতে তিনি ছুঁড়ে দিলেন বিস্ফোরক মন্তব্য: “তৃণমূল শহিদ হয়ে যাবে, এটাই শেষ শহিদ দিবস। ২০২৬ সালে শহিদ হয়ে যাবে তৃণমূল।”
কয়েকদিন ধরেই দিলীপ ঘোষ ইঙ্গিত দিচ্ছিলেন, ২১শে জুলাই তিনি কোনো না কোনো মঞ্চ থেকে ‘চমক’ দেবেন। সেই ইঙ্গিতকে সত্যি প্রমাণ করে ধর্মতলায় তৃণমূলের সমাবেশের পাল্টা হিসেবে এদিন নিজের পুরনো কেন্দ্র খড়গপুরে ‘শহিদ শ্রদ্ধাঞ্জলি সভা’র আয়োজন করলেন তিনি। এই সভা মূলত বিজেপির আদি কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে। দিল্লিতে দলের সর্বভারতীয় সভাপতির সঙ্গে বৈঠকের পর দিলীপ ঘোষের এই নতুন সক্রিয়তা রাজ্য রাজনীতিতে যথেষ্ট কৌতূহল সৃষ্টি করেছে।
দিলীপের কটাক্ষ: ‘তৃণমূলের ডিম-ভাতের প্রোগ্রাম, শহিদ তো আমাদের’
২১শে জুলাই কেন বিজেপি শহিদ শ্রদ্ধাঞ্জলি সভা করছে, এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষের কটাক্ষ, “বিজেপি একুশে জুলাই শহিদ শ্রদ্ধাঞ্জলি সভা করছে এটা কি কোনো চমক নয়? তৃণমূল তো এতদিন এই দিনটায় নিজেদের একটা বাৎসরিক অনুষ্ঠান করে আসছে। ডিম ভাতের প্রোগ্রাম চলে। আমরা মনে করি, শহিদ তো আমাদের হয়েছে। যে শহিদদের নিয়ে এত নাটক, তারা তো কংগ্রেসের। তৃণমূলের সঙ্গে ওদের কী সম্পর্ক?”
তিনি আরও বলেন, “বিজেপির বহু কর্মী এই বাংলায় রাজনৈতিক লড়াইয়ে নিহত হয়েছেন। তাদের শ্রদ্ধাঞ্জলি দিতেই আজকের সভা। তবে আমার মনে হয় তৃণমূল এবার নিজেরাই শহিদ হয়ে যাবে।”
দিলীপ ঘোষের এই মন্তব্য এবং পাল্টা সভা নিঃসন্দেহে ২১শে জুলাইয়ের রাজনৈতিক আবহে এক নতুন মাত্রা যোগ করেছে। তৃণমূলের শহিদ দিবস পালনের দিনে তাঁর এই কড়া বার্তা এবং ভিন্ন কর্মসূচি রাজ্য রাজনীতির ভবিষ্যৎ গতিপথের ইঙ্গিতবাহী কি না, তা সময়ই বলবে।