ইসকনের নিরামিষ রেস্তরাঁয় চিকেন লেগ পিসে কামড়, ভিডিও ভাইরাল হতেই শুরু শোরগোল

লন্ডনের ইসকন গোবিন্দ রেস্তোরাঁর ভেতরে এক ব্যক্তির চিকেন খাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি একটি প্রসিদ্ধ নিরামিষ রেস্তোরাঁর অভ্যন্তরে বসে পরম আয়েশে KFC চিকেনের লেগে কামড় বসাচ্ছেন, যা দেখে রেস্তোরাঁর কর্মী ও উপস্থিত অন্যান্য গ্রাহকরা হতবাক। যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি, তবুও ঘটনাটি নিয়ে বিশ্বজুড়ে আলোচনা তুঙ্গে।

ঠিক কী ঘটেছিল?

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একজন সম্ভবত আফ্রিকান বংশোদ্ভূত ব্রিটিশ ব্যক্তি ইসকনের গোবিন্দ রেস্তোরাঁয় প্রবেশ করেন। প্রবেশ করেই তিনি রেস্তোরাঁর কর্মীদের কাছে জানতে চান, সেখানে মাংস পাওয়া যায় কি না। কর্মীদের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয় যে, তাদের রেস্তোরাঁটি সম্পূর্ণ নিরামিষ এবং এখানে কোনো প্রকার মাংস, পেঁয়াজ বা রসুন পরিবেশন করা হয় না।

কিন্তু এর পরেই ঘটে চাঞ্চল্যকর ঘটনা। কর্মীরা মাংসের কথা অস্বীকার করার পর ওই ব্যক্তি নিজের ব্যাগ থেকে একটি KFC চিকেন বাকেট বের করে আনেন। এরপর তিনি ইসকনের নিরামিষ রেস্তোরাঁর ভেতরে বসেই দিব্যি আয়েশ করে চিকেনের লেগ পিস চিবোতে শুরু করেন।

কর্মীদের বিস্ময় ও গ্রাহকের প্রতিবাদ:

ভিডিওতে ওই ব্যক্তির সঙ্গে রেস্তোরাঁর এক মহিলা কর্মীর কথোপকথনও শোনা যায়। ব্যক্তিটি প্রশ্ন করেন, “এটি কি একটি ভেগান রেস্তোরাঁ? এখানে মাংস পাওয়া যায় না?” উত্তরে কর্মী বলেন, “মাংস, পেঁয়াজ, রসুন কিছুই এখানে পাওয়া যায় না।” এরপরও যখন ওই ব্যক্তি মাংস খাওয়া শুরু করেন, তখন রেস্তোরাঁয় খেতে আসা অন্য একজন গ্রাহক তাকে বলেন, “আপনি কী করছেন এটা! রেস্তোরাঁর নিয়ম ভঙ্গ করছেন। এটা ঠিক করছেন না।” তবে ওই ব্যক্তি এই প্রতিবাদে কোনো ভ্রুক্ষেপ না করে নির্লিপ্তভাবে মাংস খাওয়া চালিয়ে যান।

এরপরই নিরাপত্তারক্ষীদের দিয়ে ওই ব্যক্তিকে বের করে দেওয়া হয় ইসকনের গোবিন্দ রেস্তরাঁ থেকে। এই কাণ্ড কি ইচ্ছাকৃত, মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার জন্যই করা হল? প্রশ্ন তুলছেন নেটিজেনরা। এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী বলেন, ‘আশা করব পুলিশে অভিযোগ দায়ের হবে। ওই ব্যক্তিকে গ্রেফতার করা উচিত। এত সাহস হয় কীকরে।’

ইসকনের রেস্তোরাঁগুলো তাদের কঠোর নিরামিষ খাবারের জন্য পরিচিত। এমন একটি স্থানে বসে প্রকাশ্যে মাংস খাওয়ার ঘটনা স্বভাবতই অনেককে বিস্মিত করেছে এবং বিতর্কের জন্ম দিয়েছে। এই ঘটনা নিরামিষ ভোজনালয়গুলোতে খাবারের নীতি এবং গ্রাহকদের আচরণের সীমা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।