OMG! বাসি বিয়ের আগে পার্লারে সাজতে গিয়ে উধাও পাত্রী, মাথায় হাত পাত্রের

বিয়ের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হলো আলিপুরদুয়ারে। বৃহস্পতিবার রাতে ধুমধাম করে বিয়ে হয়েছিল, শুক্রবার ছিল বাসি বিয়ের পালা। কিন্তু সেই পর্ব সম্পন্ন হওয়ার আগেই ‘পার্লারে সাজতে যাচ্ছি’ বলে বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন নববধূ। এই ঘটনায় হতবাক পাত্র ও পাত্রী দুই পরিবারই। আলিপুরদুয়ারের শামুকতলা থানা এলাকায় ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা।

বৃহস্পতিবার রাতে যশোডাঙার বিশ্বাসপাড়ার ওই তরুণীর সঙ্গে আলিপুরদুয়ার দু’নম্বর ব্লকের শামুকতলা রোডের দক্ষিণ মজিদখানা এলাকার এক সরকারি চাকরিজীবী যুবকের বিয়ে হয়। পরিবার সূত্রে জানা যায়, দেখেশুনে এই সম্বন্ধ করা হয়েছিল। শুক্রবার দুপুরে বাসি বিয়ের জন্য সেজেগুজে বসার আগে নববধূ ফের নতুন করে সাজার জন্য পার্লারে যাওয়ার আবদার করেন। দুপুর আড়াইটা নাগাদ ভাইকে নিয়ে তিনি পার্লারের উদ্দেশ্যে বেরিয়ে যান, কিন্তু তারপর আর ফিরে আসেননি।

সামাজিক লজ্জা ও ব্যাপক আর্থিক ক্ষতি

বিয়েবাড়ির উৎসবের আমেজ নিমেষে বিষাদে ঢেকে গেছে। পাত্রপক্ষের দাবি, আগামী রবিবার ছিল বৌভাত। বিশাল প্যান্ডেল করা হয়েছিল এবং ছেলের বিয়েতে প্রায় পাঁচ লক্ষ টাকা খরচ হয়েছে। পুত্রবধূ নিখোঁজ হওয়ার পর দিশেহারা পাত্রের পরিবারের সদস্যরা।

পাত্রের বাবা গণমাধ্যমকে জানিয়েছেন, “অনেকে বলছেন ও (পাত্রী) নিজেই পালিয়ে গেছে। আমরা টাকার অপচয় নিয়ে ভাবছি না। সামাজিক লজ্জায় আমাদের মাথা হেঁট হয়েছে। বিয়েতে অমত থাকতেই পারে। তা আগে জানালেই হতো। তবে ও সুস্থ থাকুক এটাই চাইছি।” এই ঘটনা তাদের সামাজিকভাবে চরম বিব্রত করেছে।

পুলিশি তৎপরতা

নববধূর পরিবারের পক্ষ থেকে শামুকতলা থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে। শামুকতলা থানার ওসি বিশ্বজিৎ দে জানিয়েছেন, নিখোঁজ তরুণীর খোঁজ পেতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। তবে, ঘটনাটি ‘পলাতক’ না ‘নিখোঁজ’, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে। পাত্রীপক্ষও এই ঘটনায় হতভম্ব এবং পাত্রপক্ষের রোষের মুখে পড়েছেন।

ঘটনাটি আলিপুরদুয়ারজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং স্থানীয় মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। নববধূর এমন আকস্মিক উধাও হওয়ার পেছনের কারণ কী, তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছে সকলে।