SPORTS: কিপিং করতে পারবেন ঋষভ পন্ত? টিম ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেনকে নিয়ে এলো বড় খবর

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের চতুর্থ মহারণের আগে ভারতীয় ক্রিকেট শিবিরে স্বস্তির সুবাতাস। চোট সারিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন তারকা উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ। ব্যাটিংয়ের পাশাপাশি তিনি কিপিংও করবেন, যা নিঃসন্দেহে ভারতীয় সমর্থকদের জন্য বড় সুখবর। শনিবার লন্ডন থেকে ট্রেনে ম্যানচেস্টারের উদ্দেশে রওনা দিয়ে দুপুর তিনটে নাগাদ গন্তব্যে পৌঁছেছেন শুভমন গিলরা।
লিডস টেস্টের পর এবারও রেলপথে যাত্রা করল টিম ইন্ডিয়া। রবিবার ম্যানচেস্টারে দলের ঐচ্ছিক অনুশীলন রয়েছে। জানা গেছে, সাই সুদর্শন এবং ঋষভ পন্থের মতো কিছু জুনিয়র ক্রিকেটারের অনুশীলনে যোগ দেওয়ার কথা। ভারতীয় সমর্থকরা আরও আশ্বস্ত হতে পারেন এই খবরে যে, পন্থ এখন পুরোপুরি ফিট এবং ওল্ড ট্র্যাফোর্ডে তার উইকেট কিপিংয়ে কোনো সংশয় নেই। রবিবার তাকে অনুশীলনে ফিল্ডিং ড্রিল করতে দেখা যেতে পারে।
বুমরাহর প্রত্যাবর্তন, করুণ নায়ারের ভাগ্য অনিশ্চিত
শুধু পন্থ নয়, দলের অন্যতম সেরা পেসার জসপ্রীত বুমরাহর ম্যানচেস্টার টেস্ট খেলার সম্ভাবনাও উজ্জ্বল হয়েছে। টিম ম্যানেজমেন্ট তাকে খেলানোর জন্য অতিরিক্ত রিকভারি সেশনেরও ব্যবস্থা করেছে। যদিও রবিবার বুমরাহর অনুশীলনে আসার সম্ভাবনা কম। তবে ২১ তারিখ দলের মূল অনুশীলনে তাকে দেখা যেতে পারে।
এদিকে, এই টেস্টে করুণ নায়ারের অন্তর্ভুক্তি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ম্যানচেস্টারের পরিস্থিতি খতিয়ে দেখে তবেই টিম ম্যানেজমেন্ট এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
বৃষ্টির ভ্রুকুটি, ওল্ড ট্র্যাফোর্ডে ভারতের খারাপ রেকর্ড
রে স্পোর্টজ আগেই জানিয়েছিল যে, টেস্ট চলাকালীন ম্যানচেস্টারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যা ম্যাচের গতিপ্রকৃতিতে প্রভাব ফেলতে পারে। পরিসংখ্যান বলছে, ওল্ড ট্র্যাফোর্ডে ভারতের রেকর্ড খুব একটা ভালো নয়। এই মাঠে নয়টি টেস্ট খেলে ভারত পাঁচটিতে ড্র করেছে এবং চারটিতে হেরেছে। ফলে শুভমন গিলের নেতৃত্বাধীন ভারতীয় দল এই মাঠে তাদের প্রথম জয় তুলে নিতে মরিয়া থাকবে। বৃষ্টি বাগড়া না দিলে একটি জমজমাট টেস্ট ম্যাচের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।