‘কিং’-সিনেমার সেটে অ্যাকশন করতে গিয়ে জখম শাহরুখ খান, বন্ধ হয়ে গেল শ্যুটিং

বলিউড বাদশাহ শাহরুখ খান গুরুতর আহত হয়েছেন। সূত্রের খবর অনুযায়ী, পরিচালক সিদ্ধার্থ আনন্দের বহুল প্রতীক্ষিত ছবি ‘কিং’-এর অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে কোমরে চোট পেয়েছেন তিনি। পরিস্থিতি এতটাই গুরুতর যে মাঝপথেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিতে হয়েছে ছবির শুটিং। চিকিৎসকরা আপাতত তাঁকে কিছুদিন সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন এবং দ্রুত চিকিৎসার জন্য কিং খানকে আমেরিকায় নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। এই ঘটনায় উদ্বিগ্ন তাঁর অগণিত ভক্ত এবং বি-টাউনের অন্দরমহলে শুরু হয়েছে জল্পনা।

কী ঘটলো শুটিং ফ্লোরে?

জানা গেছে, ‘কিং’ ছবির একটি ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্যের চিত্রগ্রহণের সময় শাহরুখ কোমরে আঘাত পান। যদিও আঘাতের মাত্রা খুব বেশি গুরুতর নয় এবং তাঁর শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল বলে ঘনিষ্ঠ সূত্রে খবর। তবে, এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার পর ছবির প্রযোজনা সংস্থা দ্রুত সিদ্ধান্ত নিয়েছে যে, আপাতত ‘কিং’-এর শুটিং বন্ধ রাখা হবে। শাহরুখ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে সেপ্টেম্বর মাস থেকে ফের শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে।

আমেরিকা থেকে লন্ডন, তারপর শ্রীলঙ্কা?

আহত শাহরুখকে ইতিমধ্যেই চিকিৎসার জন্য আমেরিকায় নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে সুস্থ হয়ে তিনি লন্ডনে যাবেন এবং পরিবারের সঙ্গে কিছুদিন কাটাবেন বলে জানা যাচ্ছে। এর আগে পরিবার নিয়ে শাহরুখের শ্রীলঙ্কা যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু এই দুর্ঘটনার কারণে সেই সফর আপাতত স্থগিত করা হয়েছে। সুপারস্টার পুরোপুরি সুস্থ হলেই শ্রীলঙ্কা ট্রিপ হবে বলে জানানো হয়েছে।

‘কিং’ ছবিতে সুহানা ও তারকাবহুল কাস্ট:

পরিচালক সিদ্ধার্থ আনন্দের ‘কিং’ ছবিটি শুধু শাহরুখের জন্যই নয়, তাঁর মেয়ে সুহানা খানের ডেবিউর জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুহানাকে শেষবার নেটফ্লিক্সের ‘দ্য আর্চি’-তে দেখা গিয়েছিল। ‘কিং’ ছবিতে শাহরুখ ও সুহানা ছাড়াও দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাট, অনিল কাপুর এবং অভয় বর্মার মতো তারকারা অভিনয় করছেন।

পুরনো চোটের পুনরাবৃত্তি?

প্রসঙ্গগত, গত কয়েক বছর ধরেই অভিনেতা পেশীর যন্ত্রণায় ভুগছেন। মনে করা হচ্ছে, সম্ভবত সেই কারণেই অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে তিনি বেকায়দায় চোট পেয়েছেন। তবে আঘাত যাতে ভবিষ্যতে গুরুতর রূপ না নেয়, সে কারণেই তাঁকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য আমেরিকায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলবে।

শাহরুখের দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁর সহকর্মী, ভক্ত এবং বলিউড মহল। ‘কিং’ ছবির কাজ শুরু হতে কতদিন দেরি হয়, সেই দিকেই এখন সকলের নজর।