“রাস্তা সারাইয়ের জন্য অর্থ বরাদ্দ করুন!”-রাজ্য সরকারকে সময় বেঁধে দিল কলকাতা হাই কোর্ট

রাজ্যের বেহাল রাস্তাঘাট নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার এক জনস্বার্থ মামলার শুনানিতে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ রাজ্যকে অবিলম্বে রাস্তা মেরামতের নির্দেশ দিয়েছে। বিচারপতি সেনের কড়া মন্তব্য, “রাস্তা সারাইয়ের জন্য অর্থ বরাদ্দ করুন। অনেক কিছুতে টাকা খরচ করছেন, সেখানে শুধু টাকা চলেই যাচ্ছে। সঠিক জায়গায় খরচ করুন।”
বিচারপতি সেন বিশেষভাবে জেলার রাস্তাগুলির দুরাবস্থার কথা তুলে ধরেছেন। তিনি বলেন, “জেলার রাস্তাগুলির হাল খুবই খারাপ। এমনকি প্রায়ই সংবাদমাধ্যমে দেখি জেলায় জেলায় রাস্তা খারাপ। সেই রাস্তা দিয়ে রোগী আনা যায় না।” এর পরেই তিনি রাজ্যের উদ্দেশে স্পষ্ট বার্তা দেন, “রাস্তার জন্য অর্থ বরাদ্দ করুন। জেলা পরিষদগুলির কাছে এই বার্তা পৌঁছে দিন।”
কলকাতার তারাতলা এলাকার একটি রাস্তার বেহাল অবস্থা নিয়ে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। বৃহস্পতিবার ওই মামলার শুনানিতে বিচারপতি সেন পর্যবেক্ষণ করেন যে, তারাতলা, বজবজের পুরো এলাকা জুড়েই রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। রাজ্যকে দু’সপ্তাহের মধ্যে এই বিষয়ে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যদি এই সময়ের মধ্যে পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে ব্যবস্থা নেবে। বিচারপতি সেন আরও বলেন, “গোটা রাজ্যের রাস্তার অবস্থা নিয়ে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে জনস্বার্থ মামলা করবে।”
উল্লেখ্য, সম্প্রতি আরজি করের নির্যাতিতার নাম ফাঁসের ঘটনায় কলকাতা হাইকোর্টে ক্ষমা চেয়েছেন কলকাতার প্রাক্তন সিপি বিনীত। আদালত সেই বিষয়ে আর জটিলতা চায় না বলে জানিয়েছে। তবে, এই দিনের শুনানিতে হাইকোর্টের ক্ষোভ স্পষ্টতই রাজ্যের সামগ্রিক পরিকাঠামো, বিশেষত রাস্তাঘাটের বেহাল দশার দিকেই ইঙ্গিত করছে। এই নির্দেশের পর রাজ্য সরকার কী পদক্ষেপ নেয়, সেটাই এখন দেখার বিষয়।