‘মুড’ বদলে গেল আকাশের, উধাও মেঘ! একটানা নিম্নচাপের পর দক্ষিণবঙ্গের কপালে এবার কি আছে?

টানা কয়েকদিনের বৃষ্টিতে নাজেহাল অবস্থা হয়েছিল কলকাতাবাসীর। ছাতা ছাড়া বাইরে বেরোনোই দায় ছিল, এবং সকাল থেকে সন্ধ্যা একটানা বৃষ্টি চলছিল রাজ্যের একাধিক জেলায়। এর জেরে কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতিও তৈরি হয়েছিল। তবে, বৃহস্পতিবার (১৭ই জুলাই) সকালে আকাশের ‘মুড’ বদলে গেল। উধাও মেঘ, ঝকঝকে আকাশ। নিম্নচাপও ভিনরাজ্যে পাড়ি দিয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা সহ দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। যে কয়েকটি জেলায় বৃষ্টি হবে, সেখানে হালকা ও বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ, বৃহস্পতিবার থেকে ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
তবে, উত্তরের আবহাওয়া দক্ষিণের থেকে অনেকটাই ভিন্ন হবে। আগামী শনিবার (১৯শে জুলাই) থেকে ২১শে জুলাই পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ২০শে জুলাই দার্জিলিং ও আশপাশের অঞ্চলে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার (২১শে জুলাই) দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। সোমবার (২২শে জুলাই) জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে মঙ্গলবার (২৩শে জুলাই) থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে।
এদিকে, দক্ষিণবঙ্গে ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে এবং বাড়বে অস্বস্তি। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে দক্ষিণবঙ্গে, সেই সঙ্গে তাপমাত্রা বাড়বে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, মৌসুমী অক্ষরেখা পাকিস্তান সংলগ্ন রাজস্থান থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি উত্তর প্রদেশ ও বিহারের উপর দিয়ে বাঁকুড়া হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৯৫ থেকে ৯৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৩.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।