বিমানের একটি ইঞ্জিন হয়ে গেলো ফেল, দিল্লি থেকে গোয়া যাওয়ার পথে জরুরি অবতরণ

এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার স্মৃতি এখনও টাটকা। এর মধ্যেই বুধবার সন্ধ্যায় মাঝ আকাশে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। দিল্লি থেকে গোয়াগামী ওই বিমানটিকে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। তবে স্বস্তির খবর, বিমানের সকল যাত্রী সুরক্ষিত রয়েছেন।
জানা গেছে, ইন্ডিগোর উড়ান নম্বর 6E-231 দিল্লি থেকে গোয়ার মনোহর আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। কিন্তু উড়ানের কিছুক্ষণ পরেই মাঝ আকাশে বিমানের একটি ইঞ্জিন বিকল হয়ে যায়। এই গুরুতর যান্ত্রিক ত্রুটি নজরে আসতেই বিমানের পাইলট দ্রুত এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (ATC)-এর সঙ্গে যোগাযোগ করেন এবং জরুরি অবতরণের অনুমতি চান।
সূত্র অনুযায়ী, রাত ৯টা ২৫ মিনিটে পাইলট এটিসিকে আপৎকালীন পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। এরপরই মুম্বই বিমানবন্দরে আপৎকালীন প্রোটোকল জারি করা হয়। দমকল বাহিনী এবং অ্যাম্বুলেন্সগুলিকে স্ট্যান্ডবাই রাখা হয় যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য। অবশেষে রাত ৯টা ৪২ মিনিটে বিমানটি মুম্বই বিমানবন্দরে নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়। যাত্রীরা সকলেই অক্ষত অবস্থায় বিমান থেকে নামতে পেরেছেন।
ঘটনার পর ইন্ডিগো এয়ারলাইন্স একটি বিবৃতি জারি করে জানায়, “১৬ই জুলাই দিল্লি থেকে গোয়ার মনোহর আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার সময় 6E-231 উড়ানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। যথাযথ বিধি মেনে বিমানটিকে ঘুরিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয়। বিমানটির উড্ডয়নের আগে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে।”
এছাড়াও, ইন্ডিগো জানিয়েছে যে যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়েছে এবং সেটি শীঘ্রই যাত্রীদের নিয়ে উড়ে যাবে। যাত্রীদের অসুবিধার জন্য বিমান সংস্থা ক্ষমাও চেয়েছে।
এই ঘটনা আবারও বিমান সুরক্ষার গুরুত্বকে সামনে নিয়ে এল। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি বিমান দুর্ঘটনার পর এই ধরনের ঘটনা যাত্রী এবং বিমান সংস্থা উভয়ের জন্যই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে এক্ষেত্রে পাইলটের সময়োপযোগী পদক্ষেপ এবং বিমানবন্দরের দ্রুত প্রস্তুতি বড় ধরনের বিপদ এড়াতে সাহায্য করেছে।