মমতার ‘খেলা হবে’ হুংকার, ‘বাঙালি হেনস্থা’র প্রতিবাদে মিছিল থেকে বিজেপিকে চরম আক্রমণ

“বিজেপি তৈরি থাকো, আবার খেলা হবে!” – এই হুংকার দিয়ে আজ কলকাতার রাজপথে ‘বাঙালি হেনস্থা’র প্রতিবাদে এক বিশাল মিছিলের নেতৃত্ব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল শেষে মঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়ে তিনি কার্যত আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ের সুর বেঁধে দিলেন।
‘বাঙালি হেনস্থা’র প্রতিবাদে রাজপথে মমতা
সাম্প্রতিককালে ভিন রাজ্যে বাংলা ভাষাভাষীদের প্রতি বিদ্বেষমূলক আচরণ এবং তাদের ‘অনুপ্রবেশকারী’ বা ‘বিদেশি’ বলে তকমা দেওয়ার অভিযোগ উঠেছে। এই সমস্ত ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস আজ কলকাতায় এক প্রতিবাদ মিছিলের আয়োজন করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি দলের শীর্ষস্থানীয় নেতৃত্ব এবং হাজার হাজার কর্মী-সমর্থক এই মিছিলে অংশ নেন। মিছিলের মূল উদ্দেশ্য ছিল, বাঙালিদের সম্মান ও অধিকারের পক্ষে দাঁড়ানো এবং বিজেপির ‘বিভেদকামী’ রাজনীতির বিরুদ্ধে বার্তা দেওয়া।
মঞ্চ থেকে মমতার হুংকার: ‘আবার খেলা হবে!’
মিছিল শেষে মঞ্চ থেকে বিজেপিকে সরাসরি নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “দিল্লির লোকেরা কী ভেবেছেন, যা ইচ্ছে তাই করবেন? বাঙালিদের হেনস্তা করা হচ্ছে, তাঁদের ডিটেনশন ক্যাম্পে পাঠানোর হুমকি দেওয়া হচ্ছে। বাংলা ভাষা কি অপরাধ?” তাঁর কণ্ঠে ছিল স্পষ্ট হুঁশিয়ারি, “ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যান। আমি এখন আরও বেশি করে বাংলায় কথা বলব।”
মুখ্যমন্ত্রী তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, “তোমরা আঘাত করলে প্রত্যাঘাত কেমন হয়, তার ধারণা তোমাদের নেই। বিজেপি তৈরি থাকো, আবার খেলা হবে!” এই স্লোগান একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের রণকৌশলের মূল স্তম্ভ ছিল, যা আজও তাদের রাজনৈতিক শক্তি প্রদর্শনের প্রতীক।
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আক্রমণাত্মক বার্তা স্পষ্ট করে দিল যে, তৃণমূল কংগ্রেস বাঙালি সংস্কৃতি ও ভাষার উপর আঘাতের অভিযোগকে হাতিয়ার করে বিজেপির বিরুদ্ধে আরও জোরদার রাজনৈতিক লড়াইয়ে নামবে। আসন্ন নির্বাচনগুলির আগে এই স্লোগান এবং প্রতিবাদী কর্মসূচি রাজ্যের রাজনৈতিক উত্তাপকে আরও কয়েকগুণ বাড়িয়ে দেবে বলেই মনে করা হচ্ছে।