ভাঙড়কাণ্ডে ধৃতদের ‘তৃণমূল যোগ’, অধীরের ক্ষোভ, ‘সন্ত্রাসের ল্যাবরেটরি’ ভাঙড়

ভাঙড়ে সাম্প্রতিক ঘটনায় গ্রেফতার হওয়া মোট ৬ জনেরই তৃণমূল যোগ থাকার অভিযোগ উঠেছে। এই বিষয়টি সামনে আসতেই তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি সরাসরি ভাঙড়কে ‘তৃণমূলের সন্ত্রাসের ল্যাবরেটরি’ বলে কটাক্ষ করেছেন।

ভাঙড়ে ঘটে যাওয়া হিংসার ঘটনায় তদন্ত চলাকালীন পুলিশ মোট ৬ জনকে গ্রেফতার করেছে। সূত্রের খবর, ধৃত প্রত্যেকেই শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত। এই তথ্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে অধীর রঞ্জন চৌধুরী বলেন, “ভাঙড় বারবার প্রমাণ করছে যে এটি তৃণমূলের সন্ত্রাসের ল্যাবরেটরি। এই ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং শাসক দলের মদতে একটি সুসংগঠিত সন্ত্রাসের চিত্র।” তিনি আরও অভিযোগ করেন, তৃণমূল তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে এবং নিজেদের প্রভাব বিস্তার করতে এই ধরনের সহিংস পন্থা অবলম্বন করছে।

অধীরের এই মন্তব্য স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। তৃণমূল কংগ্রেস অবশ্য এই অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছে যে, এটি বিরোধী দলের ভিত্তিহীন অপপ্রচার। তবে, ধৃতদের তৃণমূল যোগের অভিযোগ এবং অধীরের ‘সন্ত্রাসের ল্যাবরেটরি’ মন্তব্যের জেরে ভাঙড়ের পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক সহিংসতার মাত্রা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।