রোহিঙ্গা ইস্যুতে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর, ‘বাড়ি বাড়ি তল্লাশি করে অনুপ্রবেশকারী ধরতে হবে’

রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা এবং ভোটার তালিকা থেকে তাদের বাদ দেওয়ার দাবিতে আজ ফের সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করেন এবং এই ইস্যুতে ‘বাড়ি বাড়ি তল্লাশি’ চালানোর দাবি জানান।
শুভেন্দু অধিকারী বলেন, “রাজ্যে রোহিঙ্গা অনুপ্রবেশকারী এবং অন্যান্য অবৈধ অভিবাসীদের সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। এরা আমাদের দেশের নিরাপত্তা ও জনবিন্যাসের জন্য হুমকি।” তাঁর অভিযোগ, রাজ্য সরকার এই সমস্যা সমাধানে ব্যর্থ, বরং রাজনৈতিক স্বার্থে এদের আশ্রয় দিচ্ছে। তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দুষে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারীদের পক্ষ নিচ্ছেন এবং তাঁদের ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করছেন। এর মাধ্যমে তিনি রাজ্যের নিরাপত্তা এবং প্রকৃত নাগরিকদের অধিকারকে বিপন্ন করছেন।”
রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ধরতে কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত, এই প্রশ্নের জবাবে শুভেন্দু বলেন, “আর কালক্ষেপ না করে অবিলম্বে বাড়ি বাড়ি তল্লাশি চালাতে হবে। যারা অবৈধভাবে বসবাস করছে এবং ভোটার তালিকায় নাম তুলেছে, তাদের চিহ্নিত করে বিতাড়িত করতে হবে।” তিনি আরও বলেন, “ভোটার তালিকা পরিশুদ্ধ করার জন্য নির্বাচন কমিশনকে আরও কঠোর হতে হবে। বিজেপি এই ইস্যুতে শেষ পর্যন্ত লড়াই করবে।”
শুভেন্দু অধিকারীর এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে। বিশেষ করে যখন আগামী ১ আগস্ট থেকে ভোটার তালিকার বিশেষ সংশোধনী প্রক্রিয়া (এসআইআর) শুরু হতে চলেছে, তখন তাঁর এই ‘বাড়ি বাড়ি তল্লাশি’র দাবি নিঃসন্দেহে বিতর্কের জন্ম দেবে। রোহিঙ্গা এবং অনুপ্রবেশের ইস্যুটি আগামী বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘাতের অন্যতম প্রধান কারণ হয়ে উঠছে।