‘উত্তরকন্যা বন্ধ হলে ২১শে জুলাইও বন্ধ করতে হবে’, পুলিশের অনুমতি নাকচে শুভেন্দুর হুঙ্কার

রাজ্য বিজেপির যুব মোর্চার ডাকা ‘উত্তরকন্যা অভিযান’-এর অনুমতি না দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শিলিগুড়ি পুলিশ কমিশনারেট ২১ জুলাই কলকাতায় তৃণমূলের পূর্ব নির্ধারিত সমাবেশের কারণ দেখিয়ে ‘উত্তরকন্যা অভিযান’-এর অনুমতি বাতিল করেছে। এই সিদ্ধান্তকে ‘অগণতান্ত্রিক’ আখ্যা দিয়ে শুভেন্দু অধিকারী সাফ জানিয়েছেন, ২১শে জুলাই যদি কলকাতায় সভা হতে পারে, তাহলে শিলিগুড়িতে বিজেপির কর্মসূচিও হওয়া উচিত।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী তীব্র আক্রমণ শানিয়েছেন শাসক দলের বিরুদ্ধে। তিনি বলেন, “২১ জুলাই উনি একাই বক্তৃতা করবেন নাকি! গণতান্ত্রিক দেশ তো। তাও তো বিজেপি দক্ষিণবঙ্গে করেনি, উত্তরবঙ্গে করেছে। এখন তো রাজতন্ত্র নেই। উনি একাই সব করবেন। ওঁর চাটুকাররা গান গাইবেন। উনি ৭০ হাজার লোককে বলবেন ৭০ লক্ষ লোক, গোটা কলকাতা ভেসে গেছে। কলকাতা ভরে গেছে, এইসব করবেন। তারপর ছেঁড়া পাগলু ড্যান্স হবে। এদিকে ঘাটাল ডুবছে।”
শুভেন্দু আরও বলেন, পুলিশ এবং সরকারি আইনজীবীরা ২০ এবং ২২ জুলাই কর্মসূচির কথা বললেও, ২১শে জুলাইয়ের অজুহাতে শিলিগুড়ির কর্মসূচি বাতিল করা হয়েছে। তাঁর স্পষ্ট দাবি, “যা সিদ্ধান্ত নেওয়ার কোর্ট নেবে। ২১ তারিখ যদি বন্ধ হয়, তাহলে দুটোই কোর্ট বন্ধ করুক। পুলিশ, সরকারি আইনজীবী বলেছে ২০ এবং ২২ জুলাই। ২০-তে তৃণমূল করবে, ২২-এ আমরা উত্তরকন্যা করব। ২১ যদি কলকাতাতে হয়, তাহলে শিলিগুড়িতে হওয়া উচিত। শিলিগুড়ি যদি বন্ধ হয় তাহলে কলকাতাতেও বন্ধ হওয়া উচিত। এটা তো রাজনৈতিক কর্মসূচি।”
২১শে জুলাইয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট টেনেও শুভেন্দু তৃণমূলকে কটাক্ষ করেন। তিনি বলেন, “২১ জুলাই নিয়ে ওঁর কী? এ তো যুব কংগ্রেসের প্রোগ্রাম। প্রোগ্রাম ছিল কংগ্রেসের, গুলি করেছিল সিপিএম, মঞ্চ বাঁধছে তৃণমূল, গালাগালি করবে বিজেপিকে।”
এই মন্তব্যের মধ্য দিয়ে শুভেন্দু অধিকারী একদিকে যেমন পুলিশের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন, তেমনই তৃণমূলের ২১শে জুলাই কর্মসূচির বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন। রাজনৈতিক মহলের মতে, ‘উত্তরকন্যা অভিযান’-এর অনুমতি বাতিল এবং শুভেন্দুর এই পাল্টা হুঙ্কার আগামী দিনে রাজ্য রাজনীতিতে সংঘাতের পারদ আরও চড়িয়ে দেবে। বিশেষত, ২১শে জুলাইয়ের আগে এই ধরনের ঘটনা রাজনৈতিক উত্তাপ কয়েক গুণ বাড়িয়ে দিল।