SSC নিয়োগের নতুন বিজ্ঞপ্তিতে আদালতের হস্তক্ষেপ নেই, তবে ‘চিহ্নিত অযোগ্য’দের জন্য বন্ধ দরজা

স্কুল সার্ভিস কমিশন (SSC) কর্তৃক প্রকাশিত নতুন নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলায় ফের বড় জয় পেল রাজ্য সরকার। কলকাতা হাইকোর্ট এই মামলায় কোনো হস্তক্ষেপ না করায় ৩০ মে ২০২৪-এ প্রকাশিত এসএসসি-র নিয়োগ বিজ্ঞপ্তি বহাল রইল। তবে আদালতের রায়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে: যে সকল প্রার্থীকে পূর্ববর্তী রায়ে ‘চিহ্নিত অযোগ্য’ বলে ঘোষণা করা হয়েছে, তাঁরা এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না।
মামলার প্রেক্ষাপট ও আদালতের পর্যবেক্ষণ:
এসএসসি গত ৩০ মে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে, যেখানে নিয়োগ প্রক্রিয়ার নতুন নিয়ম অনুযায়ী কিছু প্রার্থীর জন্য বয়স এবং নম্বর ছাড়ের বিধান রাখা হয়। এই নিয়মকে অসাংবিধানিক ও বৈষম্যমূলক আখ্যা দিয়ে একাধিক আবেদনকারী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।
বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। আদালত এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করতে রাজি হয়নি। বিচারপতিরা স্পষ্ট জানিয়ে দেন, নীতি নির্ধারণের বিষয়টি কমিশন এবং রাজ্যের নিজস্ব প্রশাসনিক সিদ্ধান্ত, এবং এই অধিকার তাদের রয়েছে।
‘টেন্টেড’ প্রার্থীরা ব্রাত্য:
আদালতের রায়ে সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ হলো ‘চিহ্নিত অযোগ্য’ বা ‘টেন্টেড’ প্রার্থীদের বিষয়ে নির্দেশনা। উচ্চ আদালত স্পষ্ট করে দিয়েছে যে, যাঁরা পূর্ববর্তী দুর্নীতিগ্রস্ত নিয়োগ প্রক্রিয়ায় জালিয়াতি করে চাকরি পেতে সুবিধা পেয়েছেন বা দুর্নীতির অংশীদার ছিলেন, তাঁরা এই নতুন পরীক্ষায় অংশ নিতে পারবেন না। হাইকোর্টের সিঙ্গল এবং ডিভিশন বেঞ্চের পূর্ববর্তী রায়গুলিকেও এই রায়ে আরও একবার স্বীকৃতি দেওয়া হয়েছে। অর্থাৎ, আদালতের কাছে এঁরা ‘অযোগ্য’ হিসেবেই চিহ্নিত। এসএসসির তরফেও পূর্বে জানানো হয়েছিল যে, যাঁরা একাধিক মামলায় অভিযুক্ত বা যাঁদের নাম ‘টেন্টেড’ তালিকায় রয়েছে, তাঁরা এই নতুন নিয়োগে আবেদন করতে পারবেন না।
সরকার ও কমিশনের স্বস্তি:
আদালতের এই রায়ে শিক্ষা দফতর এবং স্কুল সার্ভিস কমিশনের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। কমিশন সূত্র জানিয়েছে, এই রায়ের ফলে তারা আইনি জটিলতা কাটিয়ে নিয়োগ প্রক্রিয়া দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং পরীক্ষা আয়োজনের দিকে মনোনিবেশ করবে।
রাজনৈতিক প্রতিক্রিয়া:
আদালতের রায়কে তৃণমূল কংগ্রেস “জনগণের জয়” হিসেবে অভিহিত করেছে। তাদের দাবি, বিজেপি এবং বিরোধীরা এসএসসি নিয়োগ নিয়ে বারবার বিভ্রান্তি ছড়াচ্ছিল, কিন্তু আদালতের রায় প্রমাণ করল যে সরকার এবং কমিশন ন্যায়ের পথে পরিচালিত হচ্ছে।
অন্যদিকে, বিজেপি এই রায়ের মিশ্র প্রতিক্রিয়া দিয়েছে। তাদের বক্তব্য, ‘চিহ্নিত অযোগ্য’দের বাদ দেওয়া একটি ইতিবাচক পদক্ষেপ, তবে এখনও পর্যন্ত বহু অবৈধ নিয়োগপ্রাপ্ত ব্যক্তি স্বপদে বহাল আছেন। বিজেপির মতে, সম্পূর্ণ স্বচ্ছ নিয়োগের দাবি এখনও পূরণ হয়নি এবং এই বিষয়ে আরও পদক্ষেপ নেওয়া প্রয়োজন।