রোহিঙ্গা ইস্যুতে উত্তাল কলকাতা, শুভেন্দুর নেতৃত্বে কমিশনের পথে বিজেপির পদযাত্রা, মমতাকে তীব্র আক্রমণ

রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার দাবিতে আজ কলকাতার রাজপথে বিশাল পদযাত্রা করল বিজেপি। বিধানসভা থেকে শুরু হয়ে এই মিছিল গিয়ে শেষ হয় নির্বাচন কমিশন দপ্তরে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অনুষ্ঠিত এই পদযাত্রা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী।
এদিন দুপুরে বিজেপির শত শত কর্মী-সমর্থক বিধানসভার সামনে জড়ো হন। সেখান থেকে ‘রোহিঙ্গা মুক্ত ভোটার তালিকা চাই’, ‘অনুপ্রবেশকারী হঠাও, দেশ বাঁচাও’ স্লোগান দিতে দিতে তারা নির্বাচন কমিশন অফিসের দিকে অগ্রসর হন। মিছিলে শুভেন্দু অধিকারীর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য ও জেলা স্তরের একাধিক নেতৃত্ব। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ছিল প্ল্যাকার্ড ও ব্যানার, যেখানে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানানো হয়।
নির্বাচন কমিশন দপ্তরের সামনে পৌঁছে শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে রীতিমতো বোমা ফাটান। তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গাদের স্বার্থ দেখছেন। তিনি ভোটব্যাঙ্কের লোভে দেশের সুরক্ষার সঙ্গে আপস করছেন।” শুভেন্দুর অভিযোগ, রাজ্য সরকার ইচ্ছে করে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে সাহায্য করছে, যা দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য চরম বিপদ ডেকে আনছে।
তিনি আরও বলেন, “রোহিঙ্গারা আমাদের দেশের নাগরিক নয়। তারা অবৈধ অনুপ্রবেশকারী। এদের ভোটার তালিকায় থাকা মানে আমাদের নির্বাচনী প্রক্রিয়াকে কলুষিত করা। অবিলম্বে নির্বাচন কমিশনকে এই বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং নিশ্চিত করতে হবে যে একজনও রোহিঙ্গা বা অবৈধ অনুপ্রবেশকারী যেন ভোটার তালিকায় না থাকে।”
শুভেন্দু অধিকারীর এই বিস্ফোরক মন্তব্য স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া না এলেও, রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিজেপি যে রোহিঙ্গা অনুপ্রবেশ ইস্যুটিকে বড় হাতিয়ার করতে চাইছে, তা শুভেন্দুর আজকের আক্রমণাত্মক বক্তব্য থেকেই স্পষ্ট। এই ইস্যু আগামী দিনে রাজ্যের রাজনৈতিক সমীকরণকে কতটা প্রভাবিত করে, সেটাই এখন দেখার বিষয়।