‘ব্রা দেখাও না হলে তোমার…!’ প্রিয়াঙ্কাকে কড়া নির্দেশ পরিচালকের, অতঃপর…

বলিউড ছেড়ে হলিউডে নিজের সাম্রাজ্য গড়েছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। স্বামী নিক জোনাস এবং আন্তর্জাতিক চলচ্চিত্রেই এখন তাঁর সম্পূর্ণ মনোযোগ। তবে সাম্প্রতিক খবর অনুযায়ী, খুব শীঘ্রই তাঁকে আবার ভারতীয় ছবির পর্দায় দেখা যেতে পারে। তবে এবার বলিউডে নয়, জল্পনা চলছে যে তিনি দক্ষিণী পরিচালক এস এস রাজামৌলির নতুন ছবিতে অভিনয় করতে চলেছেন।

কেরিয়ারের শুরুর দিকটা প্রিয়াঙ্কা চোপড়ার জন্য খুব একটা সহজ ছিল না। মিস ওয়ার্ল্ডের তকমা থাকলেও, বলিউডে পা রেখে তাঁকে নানান কটূ কথা শুনতে হয়েছে। এমনকি, হিন্দি ছবির পরিচালকদের কাছ থেকে নানান “কুপ্রস্তাব”ও জুটেছিল। তবে প্রিয়াঙ্কা দমে না গিয়ে নিজের মতো করে লড়াই চালিয়ে গেছেন।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা তাঁর বলিউডের শুরুর দিকের এক তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করেন। অভিনেত্রী জানান, তখন তাঁর বয়স ১৯। বলিউডে তিনি একেবারেই নতুন। একটি শয্যাদৃশ্যের শুটিং চলছিল, যেখানে তিনি অন্তর্বাস পরে চাদরের তলায় ছিলেন এবং সঙ্গে সহ-অভিনেতা ছিলেন। প্রিয়াঙ্কা যতটা সম্ভব নিজেকে আড়াল করার চেষ্টা করছিলেন। কিন্তু হঠাৎ করেই পরিচালক রীতিমতো চিৎকার করে বলে ওঠেন, “ক্যামেরায় তোমার অন্তর্বাস দেখাও, না হলে তোমার সিনেমা দেখতে কেউ আসবে না।” পরিচালকের মুখে এমন কথা শুনে প্রিয়াঙ্কার সত্যিই খুব খারাপ লেগেছিল। তিনি ভাবতেও পারেননি কেউ এমন কথা বলতে পারে। তিনি সঙ্গে সঙ্গেই সেই ছবি ছেড়ে বেরিয়ে আসেন। এত বছর হয়ে গেলেও, সেই স্মৃতি তাঁর কাছে এখনও একদম তাজা।

এর আগে শোনা গিয়েছিল, ফারহান আখতারের ‘জি লে জারা’ ছবি দিয়েই নাকি প্রিয়াঙ্কা বলিউডে ফিরবেন, যেখানে ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভাটেরও থাকার কথা ছিল। তবে আপাতত সেই ছবির কাজ বন্ধ হয়ে গেছে। ঠিক তখনই নতুন করে জল্পনা ছড়িয়েছে যে, ফারহান আখতারের ছবি নয়, বরং এস এস রাজামৌলির ছবি দিয়েই প্রিয়াঙ্কা চোপড়া ভারতে প্রত্যাবর্তন করছেন। যদি এই খবর সত্যি হয়, তবে এটি ভারতীয় চলচ্চিত্রপ্রেমীদের জন্য একটি বড় চমক হবে।