৫০০ টাকার নোটের দাম কয়েক লক্ষ, এই নম্বর আছে নাকি আপনার পকেটে থাকা নোটে? দেখুন

মানুষের শখের কোনো শেষ নেই, আর সেই শখ মেটাতে তারা গাঁটের কড়ি খসাতেও পিছপা হন না। সম্প্রতি এমনই এক শখের কথা উঠে এসেছে, যেখানে ৫০০ টাকার একটি বিশেষ নোটের জন্য মুদ্রা সংগ্রহকারীরা কয়েক লক্ষ টাকা দিতেও প্রস্তুত! সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হওয়ার পরই এই বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ইন্টারনেটে এক ব্যক্তি ৫০০ টাকার একটি নোটের ছবি প্রকাশ করেছেন, যার ক্রমিক নম্বর ১ ডিএল ৭৭৭৭৭৭। অনেকেই ‘৭’ সংখ্যাটিকে সৌভাগ্যসূচক বলে মনে করেন, বিশেষত ক্রিকেট তারকা মহেন্দ্র সিং ধোনির অনুরাগীরা। শুধু ‘৭৭৭৭৭৭’ নয়, ‘৬৬৬৬৬৬’ বা ‘৯৯৯৯৯৯’-এর মতো ক্রমিক সংখ্যার নোটগুলিকেও মুদ্রা সংগ্রহকারীরা অত্যন্ত বিরল বলে গণ্য করেন।
আমরা জানি, যে জিনিসের চাহিদা বেশি কিন্তু জোগান কম, সেই জিনিসের দাম হু হু করে বাড়ে। এই বিরল ক্রমিক সংখ্যার নোটগুলির ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে। এই ধরনের নোট সংগ্রহকারীরা মোটা অঙ্কের টাকা দিতে প্রস্তুত থাকেন, আর এই কারণেই এমন একটি নোটের দাম লক্ষ টাকা পর্যন্ত উঠতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, যদি আপনার কাছে এমন কোনো নোট থাকে যার ক্রমিক নম্বর ‘১১১১১১’ বা ‘৫৫৫৫৫৫’ অথবা ‘১২৩৪৫৬’-এর মতো কোনো বিশেষ ধারাবাহিকতা রয়েছে, তাহলে সেই নোটটিও অত্যন্ত বিরল বলে বিবেচিত হবে। আর এই বিরল নোটগুলির দাম চাহিদা অনুযায়ী লাফিয়ে বাড়তে থাকে।
সুতরাং, এবার থেকে আপনার মানিব্যাগে থাকা ৫০০ টাকার নোটটি বের করে ভালো করে দেখে নিন। কে জানে, হয়তো আপনার হাতেই রয়েছে সেই দুর্লভ নোট, যা আপনার ভাগ্য বদলে দিতে পারে!