রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতি! ৪ জেলায় বিশেষ পর্যবেক্ষক টিম, কারা থাকছেন এই দলে?

লাগাতার বৃষ্টির জেরে রাজ্যের বন্যা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে। একাধিক জেলা জলমগ্ন হয়ে পড়েছে, জনজীবন বিপর্যস্ত। এই পরিস্থিতিতে প্লাবিত এলাকার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ ও জেলা প্রশাসনকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য রাজ্যের মুখ্যসচিব চার জেলায় বিশেষ আইএএস অফিসারদের নিয়ে দল গঠনের নির্দেশিকা জারি করেছেন। মঙ্গলবারই এই নির্দেশিকা জারি করা হয়েছে।
পশ্চিম মেদিনীপুরে ৪ আইএএস অফিসারের বিশেষ দল
বন্যা পরিস্থিতি সবচেয়ে বেশি উদ্বেগজনক পশ্চিম মেদিনীপুর জেলায়। সেখানকার পরিস্থিতি নিবিড়ভাবে খতিয়ে দেখার জন্য চারজন আইএএস অফিসারকে নিয়ে একটি বিশেষ পর্যবেক্ষক দল গঠন করা হয়েছে। এই দলের নেতৃত্বে রয়েছেন জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের সচিব সুরেন্দ্র গুপ্তা। এই চারজনের টিম পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্লাবিত এলাকার পরিস্থিতি সরেজমিনে দেখবেন এবং জেলা প্রশাসনকে দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় পরামর্শ দেবেন।
অন্যান্য জেলাতেও উচ্চপদস্থ আধিকারিক
শুধু পশ্চিম মেদিনীপুর নয়, পূর্ব বর্ধমান, বীরভূম এবং হুগলি — এই তিন জেলাতেও বন্যা পরিস্থিতি সামাল দিতে বিশেষ দল গঠন করা হয়েছে:
পূর্ব বর্ধমান: এই জেলায় সচিব পর্যায়ের দুইজন আইএএস অফিসারকে নিযুক্ত করা হয়েছে।
বীরভূম: শিল্প দফতরের সচিবের নেতৃত্বে দুইজন আইএএস অফিসার বীরভূমের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।
হুগলি: স্কুল শিক্ষা দফতরের সচিবের নেতৃত্বে দুইজন আইএএস অফিসার হুগলি জেলার প্লাবিত এলাকাগুলিতে কাজ করবেন।
দলের প্রধান কাজ: পর্যবেক্ষণ, রিপোর্ট ও পরামর্শ
এই বিশেষ টিমগুলির প্রধান কাজ হবে প্লাবিত এলাকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা, ক্ষয়ক্ষতির বিস্তারিত রিপোর্ট তৈরি করা এবং জেলা প্রশাসনকে দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদান করা। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই দলগুলি সংশ্লিষ্ট জেলাগুলিতে অবস্থান করবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে।
গত কয়েকদিনের লাগাতার বৃষ্টি রাজ্যের বিভিন্ন নদী ও জলাশয়ের জলস্তর বাড়িয়ে দিয়েছে, যার ফলে নিম্নাঞ্চলগুলিতে জল ঢুকে পড়েছে। বহু মানুষ ঘরছাড়া হয়েছেন এবং চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। মুখ্যসচিবের এই পদক্ষেপ বন্যা পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারের তৎপরতার ইঙ্গিত দিচ্ছে। আশা করা হচ্ছে, এই উচ্চ পর্যায়ের পর্যবেক্ষক দলগুলির মাধ্যমে ত্রাণ ও উদ্ধারকার্য আরও দ্রুত ও কার্যকর হবে।