ইতিহাস গড়ে পৃথিবীতে ফিরলেন শুভাংশু শুক্লা, গর্বিত দেশ, আবেগাপ্লুত পরিবার

দীর্ঘ ১৮ দিনের মহাজাগতিক মিশন সফলভাবে সম্পন্ন করে অবশেষে পৃথিবীতে ফিরে এসেছেন ভারতের গর্ব, ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা। মঙ্গলবার ভারতীয় সময় দুপুর ৩টা বেজে ১ মিনিটে (আমেরিকায় তখন রাত) শুভাংশু এবং তার সহযাত্রীদের বহনকারী মহাকাশযান আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলের প্রশান্ত মহাসাগরের বুকে অবতরণ করে। এই ঐতিহাসিক প্রত্যাবর্তনের সাক্ষী থাকতে লখনউতে বিশেষ অনুষ্ঠানে সরাসরি ছেলের অবতরণ দেখছিলেন শুভাংশুর পরিবার।
“ওঁর মিশন সম্পূর্ণ হয়েছে, ঈশ্বর এবং গোটা দেশবাসীর কাছে আমি কৃতজ্ঞ”
ছেলের সফল অবতরণের পর আবেগাপ্লুত কণ্ঠে শুভাংশুর বাবা বলেন, “ওঁর মিশন সম্পূর্ণ হয়েছে, ঈশ্বর এবং গোটা দেশবাসীর কাছে আমি কৃতজ্ঞ।” শুভাংশুদের প্যারাশ্যুট যখন দিগন্তে ভেসে ওঠে, তখন তার বাবার চোখ সজল হয়ে ওঠে। মহাকাশযানটি সফলভাবে অবতরণ করার পর লখনউতে উপস্থিত সকলে কেক কেটে এই ঐতিহাসিক মুহূর্ত উদযাপন করেন।
মহাকাশে ১৮ দিন: দেশের প্রথম ISS মহাকাশচারী
শুভাংশু শুক্লা হলেন প্রথম ভারতীয় মহাকাশচারী যিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS)-এ গিয়েছিলেন এবং সেখানে কাজ করেছেন। সবমিলিয়ে ১৮ দিন মহাকাশে কাটিয়ে তিনি দেশের জন্য এক নতুন ইতিহাস রচনা করেছেন। তার এই মিশন ভারতের মহাকাশ গবেষণায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং দেশের বৈজ্ঞানিক সক্ষমতাকে বিশ্ব দরবারে তুলে ধরেছে।
সফল উদ্ধারকার্য
মহাকাশযানটি জল ছুঁতেই আগে থেকে মোতায়েন রাখা নৌকা ও জাহাজগুলি দ্রুত উদ্ধারকার্য শুরু করে। একে একে সকল মহাকাশচারীকে নিরাপদে ক্যাপসুল থেকে বের করে আনা হয়। শুভাংশুর এই সফল প্রত্যাবর্তন শুধু তার পরিবারের জন্যই নয়, গোটা দেশের জন্য এক বিরাট গর্বের মুহূর্ত।