জলপাইগুড়ি রোড স্টেশনের যানজট থেকে মুক্তি, রেল ওভারব্রিজের আশায় স্থানীয়রা

জলপাইগুড়ি রোড স্টেশনের ডেঙ্গুয়াঝাড় এলাকার কাছাকাছি রেলগেটটি প্রতিদিন হাজার হাজার মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একের পর এক দূরপাল্লার ট্রেন যাতায়াত করায় দীর্ঘক্ষণ বন্ধ থাকে রেলগেট, ফলে যানবাহন ও পথচারীদের প্রায় আধ ঘণ্টার বেশি সময় ধরে আটকে থাকতে হয়। এই তীব্র যানজট থেকে মুক্তির আশায় এখন স্থানীয়রা তাকিয়ে আছেন প্রস্তাবিত রেল ওভারব্রিজের দিকে।
দীর্ঘদিনের সমস্যা: অ্যাম্বুলেন্সও আটকে পড়ে
বাইপাস রোডের এই রেলগেটটি শিলিগুড়ি, ভোরের আলো এবং ডুয়ার্সগামী পর্যটন রুটের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগস্থল। এর ফলে সমস্যার মাত্রা আরও বৃদ্ধি পায়। পরিস্থিতি এতটাই খারাপ যে, অনেক সময় অ্যাম্বুলেন্স কিংবা জরুরি পরিষেবার গাড়িও মাঝপথে আটকে পড়ে, যা রোগী এবং তাদের পরিজনদের উদ্বেগ বাড়িয়ে তোলে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই সমস্যা চলে আসছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো স্থায়ী সমাধান আসেনি।
আশার আলো: রেল ওভারব্রিজ নির্মাণ
তবে, এই দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটাতে এবার আশার আলো দেখা যাচ্ছে। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ জয়ন্ত কুমার রায় সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, “রেলের রোড ওভারব্রিজ (ROB) নির্মাণের জন্য রেল প্রস্তুত রয়েছে। প্রস্তাব পাশ হয়ে গিয়েছে।” তিনি আরও বলেন, রাজ্য সরকারের তরফে প্রয়োজনীয় জমি পেলেই দ্রুত কাজ শুরু হবে।
এই রেল ওভারব্রিজ নির্মিত হলে যেমন ডেঙ্গুয়াঝাড় এলাকার যানজট কমবে, তেমনই শিলিগুড়ি ও ডুয়ার্সের পর্যটন যাত্রাও মসৃণ হবে। এটি শুধু স্থানীয়দের দৈনন্দিন জীবনই সহজ করবে না, বরং এই অঞ্চলের অর্থনৈতিক ও পর্যটন বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।