ভয়াবহ দুর্ঘটনা- “নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীদের নিয়ে গাড়ি নদীতে গাড়ি পড়ে ৮ জনের মৃত্যু”

মঙ্গলবার দুপুরের পর উত্তরাখণ্ডের পিথোরাগড়ে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে আটজন যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মুওয়ানি থেকে বোকটার উদ্দেশে যাচ্ছিল একটি যাত্রীবাহী গাড়ি। পিথোরাগড়ের ভাণ্ডারী গ্রামের কাছে সুনি সেতুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১০০ ফুট নিচে নদীতে পড়ে যায় গাড়িটি। এই ঘটনায় আরও তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মর্মান্তিক পরিণতি গন্তব্যের দোরগোড়ায়
পিথোরাগড়ের এসপি রেখা যাদব জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে গন্তব্য বোকটা খুব বেশি দূরে ছিল না। গাড়িটিতে মোট ১৩ জন যাত্রী ছিলেন। মৃতদের সবাই বোকটা এলাকার বাসিন্দা এবং তাদের মধ্যে একজন স্কুল পড়ুয়াও রয়েছে। ঘটনার খবর পেয়েই উদ্ধারকাজ শুরু হয়েছে। পুলিশ ও স্থানীয় প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে এবং তাদের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।
জম্মু-কাশ্মীরেও ভয়াবহ দুর্ঘটনা
এরই মধ্যে এদিন সকালে জম্মু-কাশ্মীরের ডোডা জেলায় আরও একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। সকাল ৯টা নাগাদ এই দুর্ঘটনায় কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং ১৭ জন আহত হয়েছেন। জানা গেছে, একটি যাত্রীবাহী গাড়ি রাস্তা থেকে পিছলে গিয়ে পাশের একটি গভীর খাদে পড়ে যায়।
মাত্র একদিনের মধ্যে দেশের দুটি ভিন্ন রাজ্যে এমন দুটি বড় সড়ক দুর্ঘটনা সড়ক সুরক্ষার বিষয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে। বিশেষ করে পাহাড়ি এলাকায় যান চলাচলে আরও সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তা তুলে ধরছে এই ঘটনাগুলো।