জয়নগরে ভয়ঙ্কর বোমা বিস্ফোরণ -“বাড়িতে গোপন বোমা তৈরির অভিযোগ” আহত ৩

দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বকুলতলা থানার হানারবাটিতে এক ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল একটি বাড়ি। মঙ্গলবার দুপুরে প্রচণ্ড শব্দে হওয়া এই বিস্ফোরণে এক মহিলাসহ তিন জন গুরুতর জখম হয়েছেন। স্থানীয়দের প্রাথমিক অভিযোগ, গোপনে বোমা বাঁধতে গিয়েই নাকি এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আহত হলেন কারা?
পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে রয়েছেন কালাম শেখ, তাঁর স্ত্রী মনসুরা, এবং তাঁদের এক আত্মীয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, তাঁরা গুরুতরভাবে জখম হয়েছেন। তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ: বোমা বাঁধার সময়ই দুর্ঘটনা?
হানারবাটি গ্রামের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে হঠাৎই কালাম শেখের বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা ছুটে এসে দেখেন, কালামের বাড়ি লণ্ডভণ্ড হয়ে আছে এবং তিনজন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। স্থানীয়দের মধ্যে কানাঘুষো চলছে যে, বাড়ির ভেতরে সম্ভবত গোপনে বোমা তৈরি হচ্ছিল এবং সেই সময়ই কোনো ত্রুটির কারণে এই বিস্ফোরণ ঘটেছে। যদিও পুলিশ এই বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য জানায়নি।
তদন্ত শুরু করেছে পুলিশ
বিস্ফোরণের খবর পেয়ে বকুলতলা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা এলাকাটি ঘিরে ফেলে তদন্ত শুরু করেছে। কী কারণে এই বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বোমা তৈরির সম্ভাবনাও পুলিশ গুরুত্ব সহকারে তদন্ত করছে। ঘটনার পর থেকে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।
এই ঘটনার বিস্তারিত তদন্তের পরই বিস্ফোরণের আসল কারণ সামনে আসবে।