১৮ দিনের মহাকাশ যাত্রা শেষে পৃথিবীর পথে শুভাংশু শুক্ল ও তাঁর দল, কাল দুপুরে অবতরণের সম্ভাবনা

মহাকাশে দীর্ঘ ১৮ দিনের রোমাঞ্চকর অভিযান শেষে অবশেষে পৃথিবীর পথে রওনা দিয়েছেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্ল (Shubhanshu Shukla) এবং তাঁর সঙ্গীরা। আন্তর্জাতিক স্পেস স্টেশন (ISS) থেকে তাদের স্পেসএক্স-এর ‘ড্রাগন’ মহাকাশযানটি আজ, সোমবার, ১৪ জুলাই ভারতীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে সফলভাবে বিচ্ছিন্ন হয়েছে। সব কিছু পরিকল্পনামাফিক চললে, প্রায় ২২ ঘণ্টা মহাকাশে ভেসে থাকার পর আগামিকাল, মঙ্গলবার, ১৫ জুলাই ভারতীয় সময় দুপুর ৩টে নাগাদ আমেরিকার ক্যালিফোর্নিয়া উপকূলে মহাকাশযানটি অবতরণ করবে বলে আশা করা হচ্ছে। তাঁদের নির্বিঘ্নে পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

এক নজরে যাত্রা:

শুভাংশু শুক্ল সহ মহাকাশচারীদের দলটি গত কয়েক সপ্তাহ ধরে আন্তর্জাতিক স্পেস স্টেশনে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা এবং পরীক্ষা-নিরীক্ষায় অংশ নিয়েছেন। তাদের এই অভিযান ছিল মহাকাশ গবেষণার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আইএসএস থেকে বিচ্ছিন্ন হওয়ার পর ড্রাগন মহাকাশযানটি স্বয়ংক্রিয়ভাবে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে এবং ক্যালিফোর্নিয়া উপকূলে একটি নির্দিষ্ট স্থানে প্যারাসুটের সাহায্যে অবতরণ করবে।

ফিরে আসার প্রস্তুতি:

মহাকাশচারীদের পৃথিবীতে সফলভাবে ফেরানোর জন্য স্পেসএক্স এবং নাসার পক্ষ থেকে নিবিড় পর্যবেক্ষণ চালানো হচ্ছে। অবতরণের পর তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং মহাকাশে থাকার অভিজ্ঞতার ভিত্তিতে বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করা হবে।

শুভাংশু শুক্লের এই মহাকাশ অভিযান ভারতের মহাকাশ গবেষণার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ঘটনা। তার নিরাপদ প্রত্যাবর্তন দেশের তরুণ বিজ্ঞানীদের মধ্যে নতুন প্রেরণা জোগাবে বলে আশা করা হচ্ছে।