প্রেমে প্রত্যাখ্যাত যুবক, বাড়িতে ঢুকে এলোপাথাড়ি কোপাল ৫ জনকে, চাঞ্চল্য ঘটনায়

প্রেমের প্রস্তাবে ‘না’ বলায় এক যুবতীর বাড়িতে ঢুকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পাঁচজনকে জখম করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির মাগুরমারি ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় রবিবার সন্ধ্যায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত যুবক পলাতক। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে অভিযুক্ত যুবক অচেনা নম্বর থেকে ওই যুবতীকে ফোন করে প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করত। যুবতী তার প্রস্তাবে সায় না দেওয়ায় অভিযুক্ত বেশ কয়েকবার তাকে হুমকিও দেয়। কিন্তু তাতেও যুবতী পাত্তা দেয়নি। এই প্রত্যাখ্যানের আক্রোশেই রবিবার সন্ধ্যায় যুবক আচমকাই যুবতীর বাড়িতে ঢুকে পড়ে। বাড়িতে যাদের সামনে পায়, তাদের এলোপাথাড়ি কোপাতে শুরু করে এবং পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এই ঘটনায় ওই যুবতী, তার বাবা, মা, বোন এবং একজন প্রতিবেশী জখম হয়েছেন। আহত পাঁচজনের মধ্যে তিনজনকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজনের আঘাত গুরুতর নয় বলে জানা গিয়েছে।
যুবতীর কাকা জানান, “ওই যুবক আচমকা বাড়িতে ঢুকে কোপানো শুরু করে। যারা বাধা দিতে যায়, তাদেরও জখম করে। বারবার আমার ভাইঝিকে ফোনে বিরক্ত করত। বারণ করলেও শোনেনি।”
ধূপগুড়ি থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ দায়ের হলে সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।