শিক্ষক নিয়োগের সময়সীমা বৃদ্ধি, প্রযুক্তিগত ত্রুটির জেরে আরও ৭ দিন পেলেন প্রার্থীরা

রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে নতুন আপডেট দিল স্কুল সার্ভিস কমিশন (SSC)। আবেদন করার শেষ তারিখ ১৪ জুলাই থেকে বাড়িয়ে ২১ জুলাই করা হয়েছে। একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করে এসএস সি এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। এর ফলে, যে সমস্ত আগ্রহী প্রার্থী এখনও আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি, তাঁরা অতিরিক্ত আরও সাত দিন সময় পাচ্ছেন।
আবেদনের সময়সীমা বাড়ানোর কারণ হিসেবে এসএসসি জানিয়েছে যে, বহু পরীক্ষার্থী প্রযুক্তিগত এবং সার্ভারের সমস্যার কারণে পোর্টালে আবেদন করতে পারেননি। এই বিষয়টি কমিশনের নজরে আসার পরই পরীক্ষার্থীদের স্বার্থে সময়সীমা ২১ জুলাই, বিকেল ৫টা ৫৯ মিনিট পর্যন্ত বাড়ানো হয়েছে। ফি জমা দেওয়ার শেষ সময়সীমা ধার্য করা হয়েছে ২১ জুলাই, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
উল্লেখ্য, গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে ২০১৬ সালের এসএসসি-এর প্যানেলের প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়। এরপর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই গত ৩০ মে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করে এসএসসি। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৬ জুন বিকেল ৫টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছিল, যার শেষ তারিখ ছিল ১৪ জুলাই। সেটিই এখন বৃদ্ধি পেয়ে ২১ জুলাই হয়েছে।
৩০ মে-এর বিজ্ঞপ্তি অনুসারে, লিখিত পরীক্ষা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে এবং ফল প্রকাশ করা হতে পারে অক্টোবরের চতুর্থ সপ্তাহে। নভেম্বরের শেষ সপ্তাহ থেকে কাউন্সেলিং শুরু হওয়ার কথা রয়েছে।
এদিকে, এসএসসি-এর এই নতুন বিজ্ঞপ্তি ঘিরে ইতিমধ্যেই হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। চিহ্নিত অযোগ্য প্রার্থীরা যাতে এই পরীক্ষায় বসতে না পারে, সেই আবেদন জানানো হয়েছিল। রাজ্য সরকার এর বিপক্ষে সওয়াল করলেও হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, চিহ্নিত অযোগ্যরা এই পরীক্ষায় বসতে পারবে না। অন্যদিকে, যারা ‘যোগ্য’ হওয়া সত্ত্বেও চাকরি হারিয়েছেন, সেই সমস্ত প্রার্থীরা এই পরীক্ষায় বসবেন না বলে জানিয়েছেন, যা নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।