OMG! মালগাড়িতে লেগে গেলো ভয়াবহ আগুন, খালি করা হল স্টেশন সংলগ্ন এলাকা, ব্যাহত ট্রেন পরিষেবা

রবিবার ভোররাতে তামিলনাড়ুর তিরুভাল্লুর স্টেশনের কাছে এক মালগাড়িতে ভয়াবহ আগুন লেগে যায়। ডিজেলভর্তি ট্যাঙ্কারগুলিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় সংলগ্ন বসতি এলাকায় তীব্র আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করলেও, স্থানীয় সূত্রে খবর, আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি।
আগুনের সূত্রপাত ও আতঙ্ক ছড়িয়ে পড়া
জানা গেছে, তিরুভাল্লুর থেকে ডিজেল নিয়ে মালগাড়িটি তিরুপতির দিকে যাচ্ছিল। রবিবার ভোর সাড়ে ৫টা নাগাদ স্থানীয় বাসিন্দারা হঠাৎ দেখেন মালগাড়ির একটি ট্যাঙ্কার থেকে ঘন ধোঁয়া বেরোচ্ছে। কিছুক্ষণের মধ্যেই ওই ট্যাঙ্কারে আগুন ধরে যায় এবং সেই আগুন দ্রুত অন্য তেলের ট্যাঙ্কারগুলিতেও ছড়িয়ে পড়তে শুরু করে। এই ভয়াবহ দৃশ্য দেখে রেললাইন সংলগ্ন এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে দ্রুত নিজেদের বাড়ি ছেড়ে নিরাপদ দূরত্বে সরে যান।
এক প্রত্যক্ষদর্শী বলেন, “এমন ভয়াবহ অগ্নিকাণ্ড আগে কখনও দেখিনি। যে ভাবে আগুন লেগেছে, তাতে ট্যাঙ্কার বিস্ফোরণের ভয়ও ছিল। তাই অনেকেই আমরা বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছি।”
উদ্ধারকাজ ও চ্যালেঞ্জের মুখে দমকল
খবর পেয়েই দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নেভানোর কাজ শুরু করে। তিরুভাল্লুরের পুলিশ সুপার এ শ্রীনিবাস জানিয়েছেন, একটি উদ্ধারকারী দলও ঘটনাস্থলে পৌঁছেছে। তবে ডিজেলভর্তি ট্যাঙ্কার হওয়ায় আগুন নেভানো বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। দমকল বিভাগের প্রধান সীমার আগরওয়াল বলেছেন, “ট্যাঙ্কারে ডিজেল থাকায় আগুন নেভাতে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। দমকলের আরও ইঞ্জিন নিয়ে আসা হচ্ছে।”
দমকল সূত্রে জানানো হয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ হতাহত হননি। আশপাশের বসতি এলাকাতেও সরাসরি কোনো ক্ষতি হয়নি। তবে নিরাপত্তার স্বার্থে স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরে যেতে বলা হয়েছে।
ট্রেন চলাচল ব্যাহত
এই ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। দক্ষিণ রেল জানিয়েছে, চেন্নাই থেকে আটটি ট্রেন বাতিল করা হয়েছে এবং পাঁচটি ট্রেন অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ট্রেন চলাচলে এই বিঘ্ন অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে।
পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনে রেল পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে।