বিবাহ-বহির্ভূত সম্পর্ক! রেগে গিয়ে অভিনেত্রীকে কোপানোর অভিযোগ, গ্রেফতার হলেন স্বামী

বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে কন্নড় টিভি অভিনেত্রী ও সঞ্চালক মঞ্জুলা শ্রুতিকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠল তাঁর স্বামী অমরেশের বিরুদ্ধে। এই ভয়াবহ হামলায় রক্তাক্ত অবস্থায় মঞ্জুলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২০ বছরের দাম্পত্য জীবনে স্বামীর সন্দেহের জেরে চলা অশান্তিই এই নির্মম পরিণতি ডেকে আনলো বলে জানা গেছে।

দাম্পত্য কলহ ও আলাদা বসবাস
পুলিশ সূত্রে খবর, মঞ্জুলা এবং অমরেশের দুই সন্তান রয়েছে। বেঙ্গালুরুর হনুমন্তনগরে একটি ভাড়া বাড়িতে তাঁরা বসবাস করতেন। কিন্তু মঞ্জুলার আচরণ ও গতিবিধি নিয়ে স্বামী অমরেশ সন্দেহ প্রকাশ করতে শুরু করেন। এরপর থেকেই তাঁদের সম্পর্কের টানাপোড়েন চরমে পৌঁছায়। পরিস্থিতি এমন দাঁড়ায় যে, তিন মাস আগে মঞ্জুলা ঘর ছেড়ে তাঁর ভাইয়ের বাড়িতে চলে যান।

হামলার নেপথ্যে বিবাদ ও পুলিশের হস্তক্ষেপ
অভিযোগ, মঞ্জুলা ভাইয়ের বাড়িতে থাকার সময়েও অমরেশ সেখানে গিয়ে অশান্তি শুরু করেন। এর প্রেক্ষিতে মঞ্জুলা হনুমন্তনগর থানায় স্বামীর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছিলেন। পুলিশ স্বামী-স্ত্রী দু’জনকেই থানায় ডেকে কাউন্সেলিংয়ের ব্যবস্থাও করেছিল, কিন্তু তাতেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি।

সন্তানদের অনুপস্থিতিতে নৃশংস হামলা
পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে সন্তানেরা কলেজে চলে যাওয়ার পর অমরেশ হঠাৎ করেই মঞ্জুলার উপর হামলা করেন। ধারালো অস্ত্র দিয়ে মঞ্জুলার শরীরের একাধিক জায়গায় কোপানো হয়। তাঁর ঘাড়, পাঁজরে এবং উরুতে গুরুতর আঘাত লেগেছে। এমনকি মঞ্জুলার মাথাও দেওয়ালে ঠুকে দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই অমরেশ বাড়ি ছেড়ে পালিয়ে যান।

মঞ্জুলার পরিচারিকা ঘরে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে প্রতিবেশীদের ডাকেন এবং পুলিশে খবর দেন। আশঙ্কাজনক অবস্থায় মঞ্জুলাকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই ঘটনার পর মঞ্জুলার অভিযোগের ভিত্তিতে পুলিশ অমরেশকে গ্রেফতার করেছে।

এই ঘটনাটি আবারও পারিবারিক হিংসা এবং সন্দেহের বশবর্তী হয়ে সংঘটিত অপরাধের এক ভয়াবহ চিত্র তুলে ধরলো।