পরের মাসেই ভারত vs পাকিস্তান, ফের মুখোমুখি লড়াইয়ে নীরজ-আরশাদ?

ক্রীড়াপ্রেমীদের জন্য সুখবর! ভারত-পাকিস্তান (India vs Pakistan) উত্তেজনার পারদ কিছুটা কমিয়ে আবারো মুখোমুখি হতে চলেছেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া (Neeraj Chopra) এবং পাকিস্তানের তারকা জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিম (Arshad Nadeem)। পাহেলগাঁও আক্রমণের জেরে স্থগিত হয়ে যাওয়া নীরজ চোপড়া ক্লাসিক টুর্নামেন্টে এই দ্বৈরথ দেখতে না পেলেও, এবার পোল্যান্ডের সিলেসিয়া ডায়মন্ড লিগে (Silesia Diamond League) তাদের লড়াই দেখার সুযোগ মিলছে।

পাহেলগাঁও হামলার কারণে মূলত নীরজ চোপড়া ক্লাসিক টুর্নামেন্ট স্থগিত হয়ে যায়, যে কারণে আরশাদ নাদিম সেই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেন। তবে এবার ক্রীড়াপ্রেমীদের অপেক্ষার অবসান হতে চলেছে। আগামী ১৬ আগস্ট পোল্যান্ডের সিলেসিয়া ডায়মন্ড লিগে এই দুই প্রতিপক্ষকে আবার একই প্রতিযোগিতায় দেখা যাবে।

প্যারিস অলিম্পিক্সের পুনরাবৃত্তি?
২০২৪ সালের প্যারিস অলিম্পিক্সে এই দুই অ্যাথলিট মুখোমুখি হয়েছিলেন, যেখানে শেষ হাসি হেসেছিলেন আরশাদ নাদিম। তিনি ৯২.৯৭ মিটার থ্রো করে সোনা জিতেছিলেন, আর নীরজকে সন্তুষ্ট থাকতে হয়েছিল রূপো নিয়ে। এবার পোল্যান্ডে নীরজের সামনে সুযোগ থাকছে সেই হারের বদলা নেওয়ার।

নীরজের প্রস্তুতি ও আত্মবিশ্বাস
অলিম্পিক্সের পর থেকেই নীরজ কঠোর পরিশ্রম করছেন, যার ফলও তিনি পেয়েছেন। সম্প্রতি তিনি ৯০ মিটারের গণ্ডি টপকে প্যারিস ডায়মন্ড লিগ জিতেছেন। এছাড়া বেঙ্গালুরুতে আয়োজিত নীরজ চোপড়া ক্লাসিক টুর্নামেন্টেও চ্যাম্পিয়ন হয়েছেন। তাই আরশাদকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত তিনি।

আয়োজকদের নিশ্চিতকরণ
সিলেসিয়া ডায়মন্ড লিগ টুর্নামেন্টের আয়োজকরা এই দ্বৈরথের কথা নিশ্চিত করেছেন। শনিবার এক বিবৃতিতে তারা জানান, “নীরজ চোপড়া এবং আরশাদ নাদিম এই টুর্নামেন্টে মুখোমুখি হবেন। প্যারিস অলিম্পিক্সের পর ভারত-পাক দ্বৈরথ দেখার জন্য পোলিশ ক্রীড়াপ্রেমীরা মুখিয়ে রয়েছেন। ইউরোপিয়ান সার্কিটে খুব একটা দেখা যায় না আরশাদকে। তবে ১৬ অগস্ট নীরজের বিরুদ্ধে মেগা ম্যাচে নামবেন তিনি।”

বর্তমানে বিশ্বচ্যাম্পিয়ন নীরজ এবং অলিম্পিক্সে সোনাজয়ী আরশাদের এই মেগা ম্যাচ নিয়ে ভারত-পাক সংঘাতের আবহে ক্রীড়াপ্রেমীদের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে। এই হাই-ভোল্টেজ ম্যাচটি নিঃসন্দেহে জ্যাভলিন থ্রোয়ের ইতিহাসে এক নতুন অধ্যায় যুক্ত করবে।