বোতল বোতল মদ পাচারের চেষ্টা, বাংলাদেশি পাচারকারীকে BSF-এর গুলি

ভারত-বাংলাদেশ সীমান্তে ফের উত্তেজনা। শনিবার ভোরে মুর্শিদাবাদের সুতি থানার বাজিতপুর সীমান্ত এলাকায় বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) গুলিতে গুরুতর জখম হয়েছেন এক বাংলাদেশি পাচারকারী। আহত ওই পাচারকারীকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও বিএসএফ সূত্রে খবর, জখম পাচারকারীর নাম শফিকুল ইসলাম, যিনি বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জের বাসিন্দা। অভিযোগ, শনিবার ভোরে শফিকুল প্রায় এক ডজন মদের বোতল নিয়ে বাজিতপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পালানোর চেষ্টা করছিলেন।

সীমান্তে টহলরত বিএসএফের ১৯ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা শফিকুলকে দেখতে পেয়ে থামতে বলেন। কিন্তু অভিযোগ, শফিকুল উল্টে বিএসএফ জওয়ানদের হুমকি দিতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জওয়ানরা রবার বুলেট ছোড়েন, যা শফিকুলের পায়ে লাগে। গুলিতে আহত হয়ে শফিকুল সীমান্তেই লুটিয়ে পড়েন। এরপরই তাকে গ্রেফতার করে বিএসএফ।

বিএসএফ সূত্রে আরও জানা গেছে, ভারতে যে মদের বোতলের দাম প্রায় ৮০০ টাকা, বাংলাদেশে সেগুলোর দাম প্রায় ৩ হাজার টাকা। শফিকুলের কাছ থেকে মোট ১২টি মদের বোতল উদ্ধার করা হয়েছে।

এই ঘটনায় ভারতের কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে বিএসএফ। শফিকুল সুস্থ হলে তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে। ঘটনা প্রসঙ্গে জঙ্গিপুরের পুলিশ সুপার অমিত কুমার সাউ বলেন, “সুতি থানায় বিএসএফ একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। আহত ওই বাংলাদেশি পাচারকারী বিএসএফের হেফাজতেই রয়েছে এবং বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে।”

সীমান্তে চোরাচালান রুখতে বিএসএফের এই কড়া পদক্ষেপের পর এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।