প্রয়োজন ২৫ হাজার কোটির! এবার নিজেদের অংশীদারিত্ব বিক্রির কথা ভাবছে দেশের অন্যতম বিশ্বস্ত ব্যাঙ্ক SBI

বৃহৎ আর্থিক চাহিদা মেটাতে অংশীদারিত্ব বিক্রির ভাবনায় এগোচ্ছে দেশের অন্যতম বৃহত্তম ও বিশ্বস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, ২৫,০০০ কোটি টাকা তোলার লক্ষ্যে শেয়ার বিক্রির সিদ্ধান্তে আগামী সপ্তাহেই চূড়ান্ত রূপ পেতে পারে এই প্রক্রিয়া।

বিশেষজ্ঞরা বলছেন, যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয়, তাহলে এটি কোল ইন্ডিয়ার পরে দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ শেয়ার বিক্রির ঘটনা হিসেবে বিবেচিত হবে।

বিজনেস টুডে-র প্রতিবেদন অনুযায়ী, SBI-র বোর্ড মে মাসেই এই প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে। এবার শুরু হতে চলেছে ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের কাছে অংশীদারিত্ব হস্তান্তরের প্রক্রিয়া, অর্থাৎ শেয়ার চলে যাবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে। যদিও ব্যাঙ্ক কর্তৃপক্ষ এই নিয়ে এখনও প্রকাশ্যে কিছু বলতে রাজি হননি।

সূত্র অনুযায়ী, ঋণ ব্যবসা সম্প্রসারণে বড়সড় মূলধনের প্রয়োজন SBI-র। আর সেখানেই নগদের সংকট মেটাতে শেয়ার বিক্রিকেই শ্রেয় মনে করছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সাম্প্রতিক একটি আর্থিক প্রতিবেদনে উঠে এসেছে, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি বর্তমানে বেসরকারি ব্যাঙ্কগুলির তুলনায় ঋণ প্রদানে অনেক বেশি এগিয়ে।

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির ঋণ প্রবাহ বৃদ্ধির হার: ১২%

বেসরকারি ব্যাঙ্কগুলির ঋণ প্রবাহ বৃদ্ধির হার: ৯.৫%

এই প্রবণতা দেখে SBI আরও আক্রমণাত্মকভাবে ঋণ বিতরণ বাড়াতে চাইছে। ফলে মূলধন জোগাড়ের উপায় হিসাবে অংশীদারিত্ব বিক্রি করাকেই বর্তমান পরিস্থিতিতে সেরা পথ মনে করছে ব্যাঙ্ক।

একদিকে ঋণের বাজারে দখল বাড়াতে চাইছে SBI, অন্যদিকে তার জন্য চাই শক্তিশালী মূলধন। আর সেই লক্ষ্যেই শেয়ার বিক্রির পদক্ষেপ। এই বিক্রি বাস্তবায়িত হলে, তা দেশের শেয়ারবাজারের ইতিহাসে আর্থিক দিক থেকে বড়সড় এক মাইলফলক হয়ে উঠতে পারে। এখন দেখার, আগামী সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্তে কীভাবে পৌঁছয় দেশের এই ব্যাঙ্কিং দৈত্য।