আইআইএম জোকা’য় কলঙ্ক, কসবার পুনরাবৃত্তি? মাদক খাইয়ে বেহুঁশ করে তরুণীকে ধর্ষণ

কসবার রেশ কাটতে না কাটতেই এবার মহানগরীর আরেক সম্ভ্রান্ত শিক্ষা প্রতিষ্ঠান, আইআইএম জোকা’য় ঘটল এক শিউরে ওঠা ঘটনা। দেশের অন্যতম সেরা ম্যানেজমেন্ট কলেজের অভ্যন্তরেই এক তরুণীকে ঠান্ডা পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে বেহুঁশ করে ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ওই ম্যানেজমেন্ট কলেজেরই দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে।
এই অভিযোগ শুধু শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়েই প্রশ্ন তুলছে না, বরং মেধাবী ছাত্রছাত্রীদের নিরাপদ আশ্রয়স্থল বলে পরিচিত ক্যাম্পাসগুলির ‘সুরক্ষিত’ ভাবমূর্তিতেও বড়সড় আঘাত হেনেছে।
কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “আমরা ঘটনার তদন্তে নেমেছি। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। নির্যাতিতার যাবতীয় মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে।” তদন্তকারীরা বর্তমানে কলেজ ক্যাম্পাসের সমস্ত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছেন বলে জানা গেছে, যা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তথ্য উন্মোচনে সহায়ক হবে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, অভিযোগকারী তরুণীও ওই কলেজেরই ছাত্রী। সহপাঠীর এমন ঘৃণ্য আচরণে গোটা শিক্ষা প্রতিষ্ঠান স্তম্ভিত। দেশের ভবিষ্যৎ কর্ণধারদের গড়ে তোলার এই প্রতিষ্ঠানে এমন ঘটনায় ছাত্রছাত্রী ও অভিভাবক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
কসবার ঘটনায় যেখানে একটি বহুতল আবাসন সন্দেহের কেন্দ্রে ছিল, আইআইএম জোকার ঘটনায় সরাসরি শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসই অভিযোগের আওতায় এসেছে। এটি নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিকতা এবং ক্যাম্পাসের অভ্যন্তরীণ পরিবেশ নিয়েও বড় প্রশ্নচিহ্ন এঁকে দিল। পুলিশ ঘটনার গভীরে প্রবেশ করে দ্রুত সত্য উদ্ঘাটনের চেষ্টা করছে। এই ঘটনা ভারতীয় উচ্চশিক্ষা জগতে এক নতুন বিতর্কের জন্ম দেবে বলেই মনে করা হচ্ছে।