ট্রেনের পর বালুচিস্তানে বাস হাইজ্যাক, ৯ যাত্রীকে অপহরণ করে হত্যা করলো বন্দুকধারীরা

পাকিস্তানের অস্থির বালুচিস্তান প্রদেশে ফের জঙ্গি হামলার ঘটনা ঘটল। এবার বাসে হামলা চালিয়ে ৯ জন নিরীহ যাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা করেছে একদল সশস্ত্র দুষ্কৃতী। গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রদেশের দক্ষিণ-পশ্চিম প্রান্তে এই নৃশংস ঘটনা ঘটে। এর আগে এই মাসেই বালুচ জঙ্গিরা একটি যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক করেছিল।
প্রাদেশিক প্রশাসনের মুখপাত্র শাহিদ রিন্দ জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় সশস্ত্র মুখোশধারীরা একাধিক বাস থামিয়ে ৯ জন যাত্রীকে জোরপূর্বক নামিয়ে নেয়। এরপর তাদের পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় নিয়ে গিয়ে গুলি করে হত্যা করা হয়। রাতভর তল্লাশি চালানোর পর ওই ৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন আরেক সরকারি আধিকারিক নাভেদ আলম।
এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে হামলার ধরন দেখে ধারণা করা হচ্ছে, এর পেছনে বালোচ লিবারেশন আর্মি (BLA) জড়িত থাকতে পারে। অতীতেও বালোচ জঙ্গিরা পাঞ্জাব প্রদেশের নাগরিকদের বেছে বেছে অপহরণ ও হত্যার ঘটনা ঘটিয়েছে।
দীর্ঘ দুই দশক ধরে বালুচিস্তান রাজনৈতিক অস্থিরতা ও জাতিগত সংঘাতের শিকার। স্থানীয় বালুচ গোষ্ঠীগুলো অভিযোগ করে আসছে যে পাকিস্তান সরকার তাদের প্রদেশের খনিজ সম্পদ শোষণ করছে। সম্প্রতি বালোচ বিদ্রোহীরা পাকিস্তানি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে বেশ কয়েকটি বড় আকারের হামলা চালিয়েছে।
স্মরণীয় যে, এর আগে বালোচ লিবারেশন আর্মি যাত্রীবাহী জাফর এক্সপ্রেস ট্রেন হাইজ্যাক করেছিল। প্রথমে ট্রেনটিকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয় এবং এরপর জঙ্গিরা ট্রেনে প্রবেশ করে যাত্রীদের জিম্মি করে। জিম্মিদের মধ্যে পাকিস্তানি সেনা আধিকারিকরাও ছিলেন। পাক সেনারা প্রায় দু-তিন দিন ধরে জঙ্গিদের সঙ্গে লড়াই করে তিন শতাধিক যাত্রীকে উদ্ধার করলেও, বেশ কয়েকজন যাত্রী জঙ্গিদের গুলিতে প্রাণ হারান।
এই সর্বশেষ হামলায় বালুচিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে।