মাতলা হল্ট যাত্রীদের জন্য সুখবর! ৩ মাসের জন্য ইএমইউ ট্রেনের অতিরিক্ত স্টপেজ

অবশেষে অপেক্ষার অবসান! মাতলা হল্ট স্টেশনের নিত্যযাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে আগামী ৭ জুলাই থেকে অস্থায়ী ভিত্তিতে (৩ মাসের জন্য) একাধিক ইএমইউ ট্রেনের অতিরিক্ত স্টপেজের ঘোষণা করল রেলওয়ে কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তে মাতলা এবং সংলগ্ন এলাকার যাত্রীদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো, যা নিঃসন্দেহে তাদের যাতায়াতে স্বস্তি আনবে।
পূর্ব রেলওয়ে সূত্রে খবর, আগামী ৭ জুলাই, ২০২৫ থেকে ৬ অক্টোবর, ২০২৫ পর্যন্ত চারটি গুরুত্বপূর্ণ ইএমইউ লোকাল ট্রেন মাতলা হল্ট স্টেশনে থামবে এবং যাত্রী ওঠানামা করাবে। ট্রেনগুলি হল:
৩৪৫২১ ক্যানিং– শিয়ালদহ ইএমইউ লোকাল: মাতলা হল্ট স্টেশন থেকে ছাড়বে সকাল ০৭:২৬ মিনিটে।
৩৪৫২৭ ক্যানিং– শিয়ালদহ ইএমইউ লোকাল: মাতলা হল্ট স্টেশন থেকে ছাড়বে সকাল ১০:০৮ মিনিটে।
৩৪৫৩৬ শিয়ালদহ- ক্যানিং ইএমইউ লোকাল: মাতলা হল্ট স্টেশন থেকে ছাড়বে বিকাল ০৫:৩৯ মিনিটে।
৩৪৫৩৮ শিয়ালদহ- ক্যানিং ইএমইউ লোকাল: মাতলা হল্ট স্টেশন থেকে ছাড়বে সন্ধ্যা ০৬:১৭ মিনিটে।
এই সাময়িক স্টপেজের ফলে দৈনিক যাত্রী, বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী এবং কর্মজীবীরা অনেকটাই উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। এতদিন অনেক যাত্রীকে মাতলা হল্ট স্টেশনের কাছাকাছি পৌঁছানোর জন্য অন্য স্টেশনে নেমে বাড়তি পথ অতিক্রম করতে হতো, যা ছিল সময়সাপেক্ষ ও ব্যয়বহুল।
উল্লেখ্য, ইএমইউ বা ইলেকট্রিক মাল্টিপল ইউনিট হল এক ধরণের ট্রেন যেখানে একাধিক কোচ থাকে এবং প্রতিটি কোচের নিজস্ব মোটর থাকে, যা রেল পরিবহনে খুবই প্রচলিত।
রেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি এবং যাত্রীরা। তবে তাদের দাবি, এই অস্থায়ী স্টপেজকে স্থায়ী করার বিষয়েও যেন রেল বিবেচনা করে। তিন মাসের এই ট্রায়াল পিরিয়ডের সাফল্যের উপরই হয়তো নির্ভর করবে মাতলা হল্ট স্টেশনে ইএমইউ ট্রেনের স্থায়ী স্টপেজের ভবিষ্যৎ।