৫৫-র কাকাকে বিয়ে করতে চেয়ে স্বামীর খুন করাল বছর ২০-র স্ত্রী! চাঞ্চল্যকর ঘটনা বিহারে

বিহারের ঔরঙ্গাবাদ জেলা এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী। মাত্র ৪৫ দিন আগে বিয়ে হয়েছিল ২৫ বছর বয়সি প্রিয়াংশু কুমারের। কিন্তু নতুন জীবনের শুরুতেই নির্মম পরিণতি—স্বামীকে খুনের ছক কষল স্ত্রী গুঞ্জা দেবী। অভিযোগ, পরকীয়ার সম্পর্কেই ছিল এই খুনের বীজ। ঘটনার নির্মমতা ও নাটকীয়তা মেঘালয়ের আলোচিত মধুচন্দ্রিমা হত্যাকাণ্ডের কথাই মনে করিয়ে দিচ্ছে দেশবাসীকে।
পুলিশ জানিয়েছে, গুঞ্জা দেবীর প্রেমিক কেউ আর নয়, তাঁরই কাকা—জীবন সিং (৫৫)। গোপন সম্পর্কের জেরে তারা দু’জনই একে অপরকে বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু সমাজ ও পরিবারের বাধায় সেই প্রেম পূর্ণতা পায়নি। বাধ্য হয়ে গুঞ্জার বিয়ে হয় প্রিয়াংশুর সঙ্গে—নবীনগর থানার বারওয়ান গ্রামের এক যুবক।
কিন্তু বিয়ের পরে সংসার না গড়ে, গুঞ্জা কাকার সঙ্গে মিলে রচনা করে নৃশংস ষড়যন্ত্র। জীবন সিংয়ের সহায়তায় দুই বন্দুকধারীকে ভাড়া করা হয় প্রিয়াংশুকে খুন করতে।
২৫ জুন, প্রিয়াংশু তার বোনের সঙ্গে দেখা করে ট্রেনে বাড়ি ফিরছিলেন। নবীনগর স্টেশনে পৌঁছানোর সময় স্ত্রী গুঞ্জাকে ফোন করে বলেন, যেন সে বাড়ি ফেরার জন্য কারও মাধ্যমে বাইক পাঠায়। অভিযোগ, সেই সুযোগকেই কাজে লাগিয়ে পথে ওঁৎ পেতে থাকা আততায়ীরা গুলি করে হত্যা করে প্রিয়াংশুকে।
পুলিশ যখন খুনের তদন্তে নামে, তখন গুঞ্জা দেবী আচমকাই তার বাপের বাড়ি যাওয়ার চেষ্টা করেন। আচরণে অস্বাভাবিকতা দেখে পুলিশের সন্দেহ বাড়ে। এরপরই খতিয়ে দেখা হয় গুঞ্জার মোবাইলের কল রেকর্ড।
সেখানে ধরা পড়ে—গুঞ্জা তার কাকা জীবন সিংয়ের সঙ্গে ঘনঘন যোগাযোগ রাখছিলেন। জীবন সিংয়ের কল রেকর্ড ঘাঁটতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য—বন্দুকধারীদের সঙ্গেও যোগাযোগ রেখে চলছিল তিনি।
পুলিশ ইতিমধ্যেই গুঞ্জা দেবী ও দুই খুনি ভাড়াটেকে গ্রেফতার করেছে। তবে কাকা জীবন সিং এখনও পলাতক। তাকে ধরতে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ।
বিহারের এই নারকীয় প্রেম-ত্রিকোণ হত্যাকাণ্ড ফের একবার চোখে আঙুল তুলে দেখাল, কী ভয়ানক রূপ নিতে পারে অবদমন, পরকীয়া ও পারিবারিক সিদ্ধান্তের সংঘাত। সমাজ এখনও স্তব্ধ এই নির্মম ঘটনায়।