উঠোনে খেলা করছিল শিশু…আচমকাই পুকুরে ডুবে মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া বাঁকুড়ার রাধানগরে

বাড়ির পাশের পুকুরের জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হলো এক তিন বছরের শিশুকন্যার। বৃহস্পতিবার সকালে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার রাধানগর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃত শিশুকন্যার নাম সুপ্রিয়া বাউরি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে সুপ্রিয়া পরিবারের এক সদস্যের সঙ্গে বাড়ির উঠোনে খেলা করছিল। খেলতে খেলতে সবার অলক্ষ্যে সে বাড়ির পাশেই থাকা একটি পুকুরের দিকে চলে যায়। কিছুক্ষণ পর পরিবারের ওই সদস্য সুপ্রিয়াকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন। তখনই তারা বাড়ির পাশের পুকুরের জলে শিশুটিকে হাবুডুবু খেতে দেখেন।

দ্রুততার সঙ্গে শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করা হয় এবং তড়িঘড়ি স্থানীয় রাধানগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে, কর্তব্যরত চিকিৎসকরা সুপ্রিয়াকে মৃত বলে ঘোষণা করেন। এত দ্রুত উদ্ধার করা হলেও, শেষ রক্ষা করা যায়নি।

এই ঘটনায় রাধানগর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। তিন বছরের ছোট্ট একটি শিশুর এমন করুণ মৃত্যুতে গ্রামের প্রতিটি মানুষ শোকে স্তব্ধ। পরিবারে নেমে এসেছে গভীর শোকের মাতম। স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিচ্ছে এবং পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।