মুর্শিদাবাদের নওদায় জমি বিবাদ ঘিরে তীব্র উত্তেজনা, বোমাবাজিতে মৃত ১

মুর্শিদাবাদের নওদা আবারও রক্তক্ষয়ী সংঘাতের সাক্ষী হলো। মঙ্গলবার জমি-বিবাদকে কেন্দ্র করে আলিনগর গ্রামে ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটে, যার ফলস্বরূপ রফিকুল শেখ (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আলিনগরে বোমাবাজি ও নিহতের ঘটনা
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে আলিনগর গ্রামে দুটি গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের জমি বিবাদ হঠাৎ করেই চরম আকার ধারণ করে। প্রথমে কথা কাটাকাটি দিয়ে শুরু হলেও, দ্রুত তা সহিংস রূপ নেয় এবং উভয় পক্ষ একে অপরের উপর বোমা ছুঁড়তে শুরু করে। এই এলোপাথাড়ি বোমাবাজির মধ্যেই রফিকুল শেখ বোমার আঘাতে গুরুতর জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও, পথেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

দীর্ঘদিনের বিবাদ, চাপা উত্তেজনা
স্থানীয় সূত্রে খবর, আলিনগর গ্রামের ওই জমি নিয়ে বিবাদ দীর্ঘদিনের। একাধিকবার সালিশি সভা হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। যার ফলস্বরূপ এলাকায় একটা চাপা উত্তেজনা সবসময়ই বিরাজ করত। মঙ্গলবার সেই চাপা ক্ষোভই ভয়াবহ রূপ নিল। এই ঘটনায় গ্রামের শান্তি ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

পুলিশের তৎপরতা ও তদন্ত শুরু
ঘটনার খবর পেয়ে নওদা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং বোমাবাজির সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে। নিহত রফিকুল শেখের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় কারা জড়িত এবং তাদের উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

এলাকায় আতঙ্ক ও ক্ষোভ
এই বোমাবাজির ঘটনায় আলিনগর গ্রাম ও সংলগ্ন এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার আকস্মিকতায় হতবাক। অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলছেন, জমি বিবাদকে কেন্দ্র করে এভাবে প্রাণহানি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রশাসনের কাছে দ্রুত এই ঘটনার প্রকৃত দোষীদের গ্রেফতার এবং এলাকায় শান্তি ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা।

মুর্শিদাবাদের মতো সংবেদনশীল জেলায় জমি বিবাদকে কেন্দ্র করে এমন প্রাণহানির ঘটনা আবারও রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে দিল।