তরুণীকে সামনে বসিয়ে মোটরসাইকেল ড্রাইভ যুবকের, সমালোচনার ঝড় নেটদুনিয়ায়

তরুণীকে সামনে বসিয়ে ঝুঁকিপূর্ণভাবে এক যুবককে মোটরসাইকেল চালানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে। এমন ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে।
ভিডিওতে দেখা যায়, একজন তরুণীকে বাইকের সামনে বসিয়ে এক তরুণ বাইক চালাচ্ছেন। ঐ তরুণী চালককে ধরে ছিলেন। সেসময় ভয়ডরহীন বাইক চালিয়ে যান তরুণ।

এই ভিডিও দেখে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন নেটিজেনরা। এত দ্রুতগতির সড়কে কিভাবে একজন এভাবে বাইক চালাতে পারে, তা নিয়েও বিতর্কের ঝড় উঠেছে।

ভিডিওটি দেখে অনেকেই জানতে চাইছেন, মেয়েটিকে ওভাবে কেন নিয়ে যাওয়া হচ্ছে? কোনো ভিডিও বা অন্য কিছু বানানোর জন্য কি না? আরেকজন এসে বলছেন, না। আরেকজন মন্তব্য করেছেন, ‘অতিরিক্ত হিন্দি সিনেমা দেখার সুফল এগুলা।’ একজন লিখেছেন, চলচ্চিত্রে এ ধরনের দৃশ্য দেখিয়ে মানুষকে ইনফ্লুয়েন্স করা হয়। তখন সবাই হাত তালি দেয়। ওয়াও বলে। ব্যাপারটা কতটা ঝুঁকিপূর্ণ, যা সব সময় সিনেমার দৃশ্য, মিউজিক ভিডিওতে গ্ল্যামারাসভাবে উপস্থাপন করা হয়।

বাইকের এই ভিডিওটি ট্রাফিক অ্যালার্ট নামের একটি গ্রুপে পোস্ট করা হয়েছে। এর আগে সুজুকি জিক্সার নামের আরেকটি বাইকচালকদের গ্রুপে ভিডিওটি পোস্ট করা হয়। মুহূর্তেই এটি নেটিজেনদের জন্য আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে। অনেকেই মনে করছেন এভাবে বাইক চালাতে গেলে যেকোনো মুহূর্তে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে।