কবে ২৫% DA পাবেন সরকারি কর্মীরা? অবশেষে জানিয়ে দিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য

রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বহু প্রতীক্ষিত খবর অবশেষে এল। ডিএ (Dearness Allowance) নিয়ে দীর্ঘদিন ধরে চলতে থাকা আন্দোলনের মাঝে রাজ্য সরকার জানিয়ে দিল তাদের পরবর্তী পদক্ষেপ। রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সম্প্রতি এক সরকারি বিবৃতিতে জানিয়েছেন, কর্মচারীদের অতিরিক্ত ২৫% ডিএ দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

অর্থমন্ত্রীর বক্তব্যে কী উঠে এল?
চন্দ্রিমা ভট্টাচার্য বলেন,”আমরা কেন্দ্রের মতো আর্থিক সামর্থ্য না রাখলেও আমাদের কর্মচারীদের পাশে আছি। ধাপে ধাপে আমরা ডিএ দিচ্ছি। এবারও ২৫% ডিএ দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ২৭ তারিখের মধ্যে বকেয়া ডিএ দেওয়ার কথা থাকলেও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। সেই কারণে রাজ্য সরকার আদালতে ইন্টারলকুটরি আবেদন করে কিছু সময় চেয়েছে। এখন আদালতের পরবর্তী শুনানির অপেক্ষায় রয়েছে সরকার।

কবে থেকে কার্যকর হবে নতুন ২৫% ডিএ?
অর্থমন্ত্রীর প্রাথমিক ইঙ্গিত অনুযায়ী, চলতি অর্থবর্ষের শেষ ত্রৈমাসিক অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর ২০২৫-এর মধ্যে এই ২৫% ডিএ কার্যকর হতে পারে। যদিও সুনির্দিষ্ট দিনক্ষণ এখনো ঘোষণা করা হয়নি।

আদালত অবমাননার বিষয়ে কী বললেন অর্থমন্ত্রী?
চন্দ্রিমা ভট্টাচার্য বলেন,“আদালত অবমাননার বিষয়ে সিদ্ধান্ত আদালতই নেবে। সেই প্রক্রিয়া স্বাধীনভাবেই চলবে। সরকার নিজের অবস্থান থেকে দায় এড়িয়ে যাচ্ছে না।”