দুর্গাপুজোয় এবারও বড় চমক শ্রীভূমির, জেনেনিন সুজিত বসুর ক্লাবের থিম কী?

বুর্জ খালিফা, ডিজনিল্যান্ড, তিরুপতি বালাজি মন্দির—প্রতি বছর দুর্গাপূজায় একটার পর একটা তাক লাগানো থিম উপহার দিয়ে দর্শকদের মন জয় করে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এবারও তার ব্যতিক্রম হল না। রথযাত্রার পুণ্য লগ্নেই খুঁটি পুজোর মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা হল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপূজার মহাযজ্ঞের। আর এই খুঁটি পুজোতেই ক্লাবের অন্যতম উদ্যোক্তা, রাজ্যের মন্ত্রী সুজিত বসু ঘোষণা করলেন এবারের চমকপ্রদ থিম।
নিউ জার্সির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরের প্রতিরূপ শ্রীভূমিকায়
সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সুজিত বসু জানালেন, ২০২৫ সালের দুর্গাপূজায় শ্রীভূমির থিম হতে চলেছে আমেরিকার নিউ জার্সির সুবিশাল ও দৃষ্টিনন্দন স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির। শ্বেতপাথরের তৈরি এই মন্দির তার স্থাপত্যশৈলী এবং আধ্যাত্মিক মাহাত্ম্যের জন্য বিশ্বজুড়ে সুপরিচিত। অতি অল্প সময়েই এই মন্দিরের স্থাপত্য এবং কারুকার্য দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। সেই অসামান্য সৌন্দর্যকেই এবার কলকাতার বুকে ফুটিয়ে তোলার উদ্যোগ নিয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব।
শিল্পকলার নৈপুণ্য ও হস্তীদের স্বর্ণ কারুকাজ: যা থাকছে মণ্ডপে
নিউ জার্সির অক্ষরধাম মন্দিরের অন্যতম বৈশিষ্ট্য হলো তার নিখুঁত হাতের কাজ এবং প্রবেশদ্বারে সজ্জিত হস্তীগুলির পিঠে স্বর্ণের অপূর্ব কারুকাজ। এই শিল্পকলার নৈপুণ্য প্রতি বছরই বহু মানুষকে আকর্ষণ করে। উদ্যোক্তারা আত্মবিশ্বাসী যে, শ্রীভূমির মণ্ডপেও হুবহু সেই সৌন্দর্যই ফুটিয়ে তোলা হবে, যা দর্শনার্থীদের মুগ্ধ করবে।
গত বছর তিরুপতি বালাজি মন্দির, তার আগে বুর্জ খালিফা এবং ডিজনিল্যান্ডের থিম দর্শনার্থীদের ঢল নামিয়েছিল শ্রীভূমি প্রাঙ্গণে। এতটাই ভিড় হয়েছিল যে, ট্র্যাফিক সামলাতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়েছে। উদ্যোক্তারা আশা করছেন, এবারের থিমও অতীতের সব রেকর্ড ভেঙে দেবে এবং পুজো শুরুর তিন মাস আগেই দর্শকদের উন্মাদনা তুঙ্গে উঠবে।
মহাষ্টমী পর্যন্ত অপেক্ষা নয়, মহালয়ার আগেই ভিড়!
সেপ্টেম্বরের শেষ সপ্তাহে পুজো শুরু হলেও, শ্রীভূমির পুজো দেখতে প্রতি বছরই মহালয়ার আগে থেকেই ভিড় জমান উৎসাহী দর্শকরা। এবার নিউ জার্সির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরের থিম ঘোষণার পর সেই উন্মাদনা আরও বাড়বে বলেই মনে করছেন উদ্যোক্তারা। ভিআইপি রোডের ধারে এই ক্লাবের পুজো শুধু কলকাতার নয়, গোটা রাজ্যের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। এখন অপেক্ষা, মহালয়ার আগে থেকেই মণ্ডপের কাজ কতটা এগিয়ে যায় এবং নিউ জার্সির মন্দিরের প্রতিরূপ কতটা জীবন্ত হয়ে ওঠে শ্রীভূমিকায়, তা দেখার।