কসবা কাণ্ডের প্রতিবাদ! সারারাত লকাপে ছিলেন সুকান্ত, সকালে জেল থেকে বের হয়েই ক্ষোভ উগড়ে যা বললেন?

কসবা গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদ জানাতে গিয়ে সারারাত পুলিশি হেফাজতে কাটাতে হলো রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারসহ দলের অন্যান্য নেতাদের। রবিবার সাতসকালে লালবাজার সেন্ট্রাল লকআপ থেকে তাদের মুক্তি দেওয়া হয়। জেল থেকে বেরিয়ে এসেই রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দেন সুকান্ত মজুমদার।
তিনি বলেন, “নারীদের নিরাপত্তা দিতে রাজ্য সরকার সম্পূর্ণ ব্যর্থ। কসবায় যা ঘটেছে, তা গোটা রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চূড়ান্ত অবনতির প্রমাণ। অথচ আমরা এই ঘটনার প্রতিবাদ জানাতে গেলেই আমাদের গ্রেপ্তার করা হচ্ছে, লকাপে রাখা হচ্ছে। এটা গণতান্ত্রিক অধিকারের ওপর হস্তক্ষেপ।”
সুকান্ত মজুমদার আরও অভিযোগ করেন, পুলিশ প্রশাসনের ভূমিকা নিরপেক্ষ নয়। তিনি বলেন, “অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আর যারা সেই অপরাধের প্রতিবাদ করছে, তাদের জেলে ঢোকানো হচ্ছে। এই সরকার অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে।”
বিজেপি নেতা জানান, তারা এই ঘটনার প্রতিবাদে এবং রাজ্যের নারী সুরক্ষার দাবিতে তাদের আন্দোলন চালিয়ে যাবেন। তিনি হুঁশিয়ারি দেন, “আমাদের কণ্ঠস্বর স্তব্ধ করা যাবে না। বাংলার মা-বোনেদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা লড়ে যাব।”
এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। বিজেপি এই ইস্যুকে সামনে রেখে রাজ্য সরকারের বিরুদ্ধে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে।