১৫ টাকায় ৭টা লুচি, আলুর দম, আচার! যাত্রীদের জন্য দারুন উদ্দ্যেগ ভারতীয় রেলওয়ের

ট্রেন সফরে নিত্যযাত্রীদের একটা বড় চিন্তা—খাবার! ট্রেনের খাবার অনেকেরই পছন্দ হয় না, আবার স্টেশনের বাইরের দোকানের খাবার নিয়েও অনেকের মনে সংশয়। এই সব দিক মাথায় রেখে ভারতীয় রেলওয়ে এবার যাত্রীদের জন্য আনল এক অসাধারণ ও সাশ্রয়ী পদক্ষেপ—‘জনতা খানা’।

মাত্র ১৫ টাকায় মিলবে ৭টি লুচি, সঙ্গে আলুর দম বা তরকারি ও আচার। ভাবছেন স্বাদ বা মানে ছাড় দেওয়া হয়েছে? একেবারেই না। খাবার যেমন পুষ্টিকর, তেমনই পরিচ্ছন্ন পরিবেশে তৈরি। ভারতীয় রেলওয়ে এবং IRCTC-র যৌথ উদ্যোগে এই পরিষেবা চালু হয়েছে, বিশেষ করে জেনারেল কামরার যাত্রীদের কথা মাথায় রেখেই।

🍱 কী থাকছে এই ‘জনতা খানা’-য়?
৭টি লুচি

সুস্বাদু আলুর দম বা তরকারি

এক চামচ আচার

এবং মাত্র ২০ টাকায় চাইলে পাবেন ৩০০ মিলিলিটারের জলের বোতলও।

📸 সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই খাবার
এই জনতা খানা পৌঁছে গিয়েছে সোশ্যাল মিডিয়াতেও। অনেকেই খাবারের ছবি শেয়ার করে লিখেছেন—“১৫ টাকায় এর থেকে ভালো কিছু হতে পারে না!” বিশেষ করে যারা সময়ের অভাবে বা কম বাজেটে চলেন, তাঁদের জন্য এই পদক্ষেপ একেবারেই উপযুক্ত।

🚆 রেলের লক্ষ্য—সকলের জন্য খাবারের নিশ্চয়তা
গত বছর থেকেই এই উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ। লক্ষ্য একটাই—সব শ্রেণির যাত্রী যাতে ভরপেট, স্বাস্থ্যকর ও নিরাপদ খাবার পান। জেনারেল কামরার যাত্রীদের জন্য খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে বেশ কিছু স্টেশনে।

জনতা খানা নিছক খাবার নয়—এ এক জনবান্ধব দৃষ্টিভঙ্গির প্রতিফলন। পকেটসই দামে পেট ভরে খাওয়ার এমন সুযোগ সত্যিই সাধুবাদের দাবি রাখে। এখন ট্রেনে ওঠার আগে আর আলাদা করে খাবার ভাবতে হবে না—‘জনতা খানা’য় মিলবে পেটভরা স্বস্তি!