বিশেষ: রথযাত্রায় তৈরি হয়েছে শুভ যোগ, জগন্নাথ দেবের কৃপায় বদলে যাবে ৫ রাশির ভাগ্য

প্রতি বছরের ন্যায় এবারও মাসির বাড়ি যাত্রার জন্য প্রস্তুত হয়েছেন মহাপ্রভু জগন্নাথদেব। রথযাত্রা উপলক্ষে ভক্তদের ঢল নেমেছে পুরী ও দিঘার জগন্নাথ মন্দিরে। কলকাতায় ইসকনের তরফেও বর্ণাঢ্য রথযাত্রা আয়োজিত হচ্ছে এবং মাহেশেও মহাধুমধাম করে রথের আয়োজন করা হয়েছে। এই বছর রথযাত্রা বিশেষ শুভ যোগে পালিত হচ্ছে, যা জ্যোতিষ গণনা অনুসারে ৫ রাশির জাতকদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হতে চলেছে। পঞ্জিকা অনুযায়ী, রথযাত্রার দিনে গুরু আদিত্য রাজযোগ ও সর্বার্থ সিদ্ধি যোগ বিদ্যমান থাকছে। জ্যোতিষ মতে, এই শুভ যোগের প্রভাবে কোন কোন রাশির জাতকরা জগন্নাথদেবের বিশেষ আশীর্বাদ লাভ করবেন, তা দেখে নেওয়া যাক।
প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা অনুষ্ঠিত হয়। আর আষাঢ় শুক্লা একাদশী তিথিতে উল্টোরথে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মাসির বাড়ি থেকে নিজ মন্দিরে ফিরে আসেন।
ভাগ্য খুলতে চলেছে এই ৫ রাশির জাতকদের
১. বৃষ রাশি:
জগন্নাথদেবের বিশেষ কৃপা বর্ষিত হবে বৃষ রাশির জাতকদের উপর। তাদের জীবন সার্বিকভাবে সুন্দর হবে এবং আর্থিক পরিস্থিতি আগের থেকে অনেকটাই উন্নত হবে। এই রাশির জাতকরা অতিরিক্ত অর্থ উপার্জনের নতুন সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীরাও উন্নতির নতুন পথ খুঁজে পাবেন।
২. মিথুন রাশি:
প্রভু জগন্নাথদেবের কৃপায় রথযাত্রা থেকেই মিথুন রাশির জাতকদের জীবন আরও সুন্দর হতে চলেছে। এই সময়ে তারা যে কাজেই হাত দেবেন, তাতেই সাফল্য লাভ করবেন। মনের দীর্ঘদিনের কোনো ইচ্ছা এই সময় পূরণ হতে পারে এবং প্রচুর ধন-সম্পদ হাতে আসার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের বেতন বৃদ্ধি হতে পারে এবং ব্যবসায়ীরাও এই সময় অতিরিক্ত মুনাফা লাভ করবেন।
৩. কর্কট রাশি:
রথযাত্রার সময় বুধ গ্রহ কর্কট রাশিতে গোচর করবে। এই গ্রহের অধিপতি হলেন জ্ঞান ও বুদ্ধির দেবতা গণেশ। বুধের এই গোচরের প্রভাবে রথযাত্রা থেকেই কর্কট রাশির জাতকরা সৌভাগ্যের শীর্ষে থাকবেন। এই সময়ে তাদের দাম্পত্য জীবন সুখের হবে এবং পরিবারের সবার সঙ্গেও ভালো সময় কাটাবেন। সপরিবারে কোথাও বেড়াতে যাওয়ার সুযোগ আসতে পারে এবং মনের ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
৪. বৃশ্চিক রাশি:
সুখ ও সাফল্যের জোয়ার আসবে বৃশ্চিক রাশির জাতকদের জীবনে। এই সময় থেকে তাদের জীবনে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আসতে চলেছে। তারা যা ঠিক করবেন, সেই কাজই সফলভাবে সম্পন্ন করতে পারবেন। কর্মক্ষেত্রে বিরোধীরা পিছু হটবে। বৃশ্চিক রাশির জাতকদের আর্থিক লাভ হবে এবং উত্তরাধিকার সূত্রেও সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
৫. কুম্ভ রাশি:
রথযাত্রার শুভ যোগের প্রভাবে কুম্ভ রাশির জাতকদের জীবনে সৌভাগ্যের ছোঁয়া লাগবে। এই সময়ে তারা নতুন সম্পত্তি কিনতে পারেন এবং কেরিয়ারে চোখে পড়ার মতো উন্নতি করবেন। এই রাশিতেই বর্তমানে রাহু বক্রী দশায় অবস্থান করায় জীবনের সব ক্ষেত্রেই ভাগ্য তাদের সঙ্গে থাকবে। কেরিয়ারে উন্নতির পথে থাকা বাধা-বিপত্তি কেটে যাবে এবং আর্থিক অবস্থা আগের থেকে অনেক ভালো হবে।